X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সহিংসতার জন্য জান্তাবিরোধীদের দুষলেন মিয়ানমারের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৭:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৪৭

মিয়ানমারে শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ায় দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় বিরোধীদের দায়ী করছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মিয়ানমারে এখনকার সহিংসতার জন্য সন্ত্রাসীগোষ্ঠীগুলো দায়ী। তারা সহিংসতা উস্কে দিচ্ছে। এ বিষয়গুলো কারও নজরে পড়ছে না। দেশের এমন ঘটনাগুলো নিয়ে চিন্তা করছে না কেউ। কিন্তু আমরাই কেবল সমস্যা সমাধানে কাজ করে চলছি। এমনকি আসিয়ানেরও উচিত চলমান সমস্যা মোকাবিলায় এগিয়ে আসা’।

আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে বাদ দিয়ে মিয়ানমার থেকে বেসামরিক দলের প্রতিনিধিকে আমান্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন। চলতি মাসের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে নির্বাচিত প্রতিনিধি উপস্থিতি থাকার কথা শোনা যাচ্ছে। তবে কে মিয়ানমারের পক্ষ থেকে আসিয়ানের সম্মেলনে অংশ নিচ্ছেন তা এখনও জানাননি সংশ্লিষ্টরা।

এদিকে মিয়ানমারের সামরিক সরকারের এক মুখপাত্র আসিয়ানের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর পেছনে বিদেশি ইন্ধন রয়েছে মনে করেন তিনি। 'সম্মেলনে সেনাপ্রধানকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি আসিয়ান, আসিয়ানের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী'।

১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। আগস্টে মিন অং হ্লাইং নিজেকে নতুন গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ২০২৩ সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সামরিক সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলেছেন দেশটির সাধারণ মানুষ। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
আবারও মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ, আতঙ্কে রাত পার
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়