X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

পিকের গোলে বার্সেলোনায় স্বস্তি

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ০১:১৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০১:২২

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচ হেরে বার্সেলোনার নক আউট পর্বে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে পড়ে। আজ তৃতীয় ম্যাচে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে দায়নাভো কিয়েভের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না। চাপে থেকে কাতালানরা ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায় জেরার্দ পিকের দেওয়া লক্ষ্যভেদে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে ইউক্রেনের দায়নাভো কিয়েভকে।

‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। দায়নাভো কিয়েভ সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে।

ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের লক্ষ্যে শুরু থেকে বার্সেলোনা প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণও কম হয়নি। বিশেষ করে দেস্ত ও ইয়ং একাধিক গোলের সুযোগ পেয়েও দলকে বড় ব্যবধানে জেতাতে পারেননি।

ম্যাচ ঘড়ির ২ মিনিটে বার্সেলোনা প্রথম সুযোগ পায়। জর্দি আলবার ক্রসে দেস্তের হেড লক্ষ্যে থাকেনি।

১২ মিনিটে যদিও দায়নাভো কিয়েভের প্রচেষ্টা ব্যর্থ করে দেন ডিফেন্ডার পিকে।

৬ মিনিট পর মেমফিস ডিপাইয়ের কর্নারে ডি ইয়ংয়ের ৬ গজ দূরত্ব থেকে নেওয়া হেড জাল কাঁপাতে পারলে তখনই এগিয়ে যেতে পারতো রোনাল্দ কোম্যানের দল।

৩৬ মিনিটে আলবার ক্রসে দেস্তের শট সরাসরি গোলকিপারের হাতে জমা পড়ে। তবে একই মিনিটে জয়সূচক গোলটি পেয়েছে বার্সেলোনা। জর্দি আলবার ক্রসে পিকে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করলে সমর্থকদের মুখে তখন চওড়া হাসি।

ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য বার্সেলোন কম চেষ্টা করেনি। কিন্তু কিছুতেই কাজ হয়নি। এই অর্ধে আনসু ফাতি সুযোগ পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি।

৫৩ মিনিটে ফাতির শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৭১ মিনিটে কৌতিনহোর এসিস্টে ফাতির প্রচেষ্টা ক্রস বারের ওপর দিয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়।

শেষ পর্যন্ত পিকের দেওয়া একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে লাইফলাইন পেলো বার্সেলোনা।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইয়ামালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অ্যাওয়ার্ড জিতলেন দুয়ে
মনেই হয়নি মাঠে আমার দল খেলছে: ইন্টার মিলান কোচ
পিএসজি সমর্থকদের জয়োল্লাস রূপ নিলো সহিংসতায়, নিহত ২ এবং আটক ৫ শতাধিক
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে