X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

আকাশসীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার খবর প্রত্যাখ্যান পাকিস্তানের

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৭:২৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২০:৪১

আকাশসীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও ধরনের আনুষ্ঠানিক সমঝোতার খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তান সরকারের এক বিবৃতিতে এ বিষয়ে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের আনুষ্ঠানিক কোনও চুক্তি হয়নি।

শনিবার সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে অভিযান পরিচালনায় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য বাইডেন প্রশাসন ইসলামাবাদের সঙ্গে একটি চুক্তি করতে চাইছে। এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য পাকিস্তানও তাদের আগ্রহের কথা জানিয়েছে। শুক্রবার সকালে কংগ্রেস সদস্যদের ব্রিফিংয়ে এমন বক্তব্য তুলে ধরা হয়েছে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র সিএনএনকে এটি নিশ্চিত করেছে।

সিএনএন-এর ওই প্রতিবেদন প্রকাশের পরই এ ব্যাপারে নিজ দেশের অবস্থান স্পষ্ট করে পাকিস্তান।

চলমান গোয়েন্দা তথ্য সংগ্রহের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী পাকিস্তানের আকাশসীমা দিয়ে আফগানিস্তানে পৌঁছায়। কিন্তু এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও চুক্তি নেই। আফগানিস্তানে পৌঁছানোর জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র যদি কাবুল থেকে অবশিষ্ট মার্কিন নাগরিকদের প্রত্যাহার শুরু করে তাহলে এই এয়ার করিডোর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আনুষ্ঠানিক চুক্তি না থাকায় আফগানিস্তান যেতে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে মার্কিন সেনাবাহিনীর।

পেন্টাগনের এক মুখপাত্র জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় রুদ্ধদ্বার ব্রিফিংয়ের বিষয়ে মন্তব্য করে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনও সমঝোতার বিষয় নেই। আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে উভয় দেশের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে এবং দুই পক্ষই নিয়মিত পরস্পরের পরামর্শ নিয়ে থাকে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন