X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রংপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ২১:০৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:১৩

রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

শেখ আসিফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে রংপুর মহানগরীর ছয়টি থানা ও কারমাইকেল কলেজ শাখার সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। সৈকত মন্ডলের ঘটনা কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেন তিনি।

পীরগঞ্জের ঘটনায় গ্রেফতার সৈকতকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলার ঘটনায় গত শুক্রবার ঢাকায় র‌্যাবের হাতে আটক সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের ছাত্রলীগের নেতা। আটকের পর রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগ সহসভাপতি পদ থেকে সৈকত মণ্ডলকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে মাঝিপাড়ায় হামলার ঘটনায় সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আজ দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এ সময় হামলার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

/এসএইচ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া