X
শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনায় মুখর ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সমালোচনা আসে সমর্থকদের কাছ থেকেও। সুপার টুয়েলভ নিশ্চিত করার দিনে মাহমুদউল্লাহ আক্ষেপ নিয়ে কথা বলেছিলেন। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সমালোচনাকারীদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিকুর রহিম!

রবিবার শারজাতে আগে ব্যাট করে নাঈম ও মুশফিকের হাফসেঞ্চুরিতে ১৭১ রান করেছিল বাংলাদেশ। কিন্তু বাজে অধিনায়কত্ব ও বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে ৭ বল আগেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। এদিন ৩৭ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলা মুশফিক সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে বাইরের সমালোচনার কথা মনে করিয়ে দিতেই ঝাঁজালো কণ্ঠে উত্তর দিলেন তিনি, ‘এরকম কথা তো সব সময় হয়েই থাকবে। এখন একজন খেলোয়াড় হিসেবে আপনি যখন ভাল করবেন, সবাই তালি দিবে, যখন খারাপ করবেন গালি দিবে। এটা তো স্বাভাবিক তাই না? আর এটা আমার প্রথম বছর না। গত ১৬ বছর ধরে খেলছি। আমার কাছে স্বাভাবিক লাগে। আর যারা এরকম কথা বলে, তাদের নিজেদের মুখ একটু আয়নায় দেখা উচিত। কারণ তারা বাংলাদেশের হয়ে খেলে না, খেলি আমরা।’

ক্ষুব্ধ মুশফিক আরও বলেছেন, ‘শুধু আমি না, যারা খেলছেন ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে, সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে। কোনওদিন হয়, কোনওদিন হয় না। যেটা বলবো আমরা দেশকে প্রতিনিধিত্ব করি এবং এই গর্ব নিয়েই মাঠে যাই, ভালো করার চেষ্টা করি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত

প্রিয় ক্রিকেটারের কাছ থেকেই টেস্ট ক্যাপ পেলেন জয়

প্রিয় ক্রিকেটারের কাছ থেকেই টেস্ট ক্যাপ পেলেন জয়

জয়ের অভিষেকের দিনে টস জিতলো পাকিস্তান

জয়ের অভিষেকের দিনে টস জিতলো পাকিস্তান

সাকিবকে নিয়ে ভালোর আশায় বাংলাদেশ

সাকিবকে নিয়ে ভালোর আশায় বাংলাদেশ

আগারওয়াল ১২০*, কোহলি ০

আগারওয়াল ১২০*, কোহলি ০

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune