X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অপহরণের ৫ মাসেও খোঁজ মেলেনি নুর উদ্দিনের

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৫ অক্টোবর ২০২১, ১৭:১৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:৩৪

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লালটিলা হতে অপহরণের পাঁচ মাসেও খোঁজ মেলেনি খামারি নুর উদ্দিন সাগরের (২৩)। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতদিনেও খোঁজ না মেলায় পরিবারে চলছে শোকের মাতম।

নুর উদ্দিনের ছোট ভাই মো. সালাউদ্দিন জানান, গত ২৩ মে রাত সাড়ে ৮টার পর তার বড় ভাই নুর উদ্দিনকে খামারবাড়ি হতে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অপহরণকারীরা তার কুয়েত প্রবাসী বাবা, ভাই, ভাবি, বোন ও তার মোবাইল ফোনে কল করে। ভয়েজ রেকর্ড পাঠিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিভিন্ন মাধ্যমে আড়াই লাখ দেওয়া হলেও নুর উদ্দিনকে ছাড়েনি। পরে বাধ্য হয়ে গত ৩ জুন মানিকছড়ি থানায় মামলা করেন সালাউদ্দিন।

মানিকছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খুরশিদ আলম জানান, নুর উদ্দিনকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গত ৪ জুন লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়ি এলাকার শমসের আলীর ছেলে আফসার আলী, রুবেল মিয়ার ছেলে মো. রনি, ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার আশুতোষ মহাজনের ছেলে মাইকেল মহাজন, চন্দনাইশ উপজেলার দিয়ারকুল এলাকার সিরাজুল হকের ছেলে মোহাম্মদ হাছান এবং ৩০ সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলার জনারকেউচিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়।

আফসার আলী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মাইকেল মহাজন ও মোহাম্মদ হাছান বিকাশে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জেলে আছেন। তাদের দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। নুর উদ্দিনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নুর উদ্দিনকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। কারও কাছে এ সংক্রান্ত কোনও তথ্য থাকলে পুলিশকে জানিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে পদ্মা নদী থেকে ৩ জনের লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর পুকুরে ভেসে উঠলো কিশোরের লাশ
ইলিয়াস আলীসহ সব গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে, অভিযোগ রিজভীর
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা