X
শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

‘কখনও শুনতে হয়নি, পাকিস্তান যাও’, সামির ট্রল নিয়ে ইরফান 

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। দেশ দুটির রাজনৈতিক বৈরিতা কী পরিমাণ উগ্র, তার প্রমাণ মিলছে গতকালের ম্যাচের পর। ভারতীয় হয়েও শুধু মুসলিম হওয়ার কারণে সামাজিকমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন পেসার মোহাম্মদ সামি।

ক্ষোভের সবটুকুই তারা উগড়ে দিচ্ছেন সামির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। ‘বিশ্বাসঘাতক’ তকমা দিচ্ছেন কেউ কেউ। অনলাইনে সামির ওপর এমন সহিংস আচরণ সহ্য হচ্ছে না ইরফান পাঠানের। সাবেক ভারতীয় এই পেসার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নিজের টুইটারে। নিজের খেলার সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এটাই বলতে চাইছেন, সামির সঙ্গে যা হচ্ছে তা আসলেই বাড়াবাড়ি, ‘‘আমিও ভারত-পাকিস্তান ম্যাচে হার দেখেছি, কিন্তু কখনও এটা শুনতে হয়নি, ‘পাকিস্তান যাও।’ আমি এই ভারতীয় দলটির কথাই বলছি। যা হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত।’

সামি মূলত লক্ষ্যবস্তুতে পরিণত হন সোশাল মিডিয়ায়। ভারতীয়দের নেতিবাচক কমেন্টে হামলে পড়তে দেখা গেছে। কেউ কেউ তাকে দল থেকে বাদ দেওয়ার আওয়াজও তুলেছেন!

/এফআইআর/এমওএফ/

সম্পর্কিত

জয়ের অভিষেকের দিনে টস জিতলো পাকিস্তান

জয়ের অভিষেকের দিনে টস জিতলো পাকিস্তান

সাকিবকে নিয়ে ভালোর আশায় বাংলাদেশ

সাকিবকে নিয়ে ভালোর আশায় বাংলাদেশ

আগারওয়াল ১২০*, কোহলি ০

আগারওয়াল ১২০*, কোহলি ০

শাহীন বলছেন, মিরপুরেও পেসারদের সফল হওয়া সম্ভব

শাহীন বলছেন, মিরপুরেও পেসারদের সফল হওয়া সম্ভব

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune