X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ঢামেকে পরীক্ষার কথা বলে নিয়ে যাওয়া রোগী উধাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ২১:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:৫৪

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষার কথা বলে নিয়ে যাওয়া এক রোগীর খোঁজ মিলছে না বলে অভিযোগ উঠেছে। ওই রোগীর নাম মাইনুদ্দিন (২৮)। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই রোগীর স্বজনরা।

মাইনুদ্দিনের বাবা রবিউল হক ও ভাই জামাল বলেন, গত ২৩ অক্টোবর দুপুরে মাইনুদ্দিনকে গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ১১ নং মটরী ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রাম থেকে ঢামেক হাসপাতাল আনা হয়। সে খুবই দুর্বল, পা ফুলে গেছে। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছিল।

তারা আরও জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে এক চিকিৎসক (ডা. আশিক জামান ) রোগীকে দশ তলায় পরীক্ষার জন্য নিয়ে যান। সেখানে তাকে একটি কক্ষে নিয়ে বসান ওই চিকিৎসক। এসময় জামাল খাবার আনতে যান। খাবার এনে সেখানে আর রোগীকে পাননি তিনি।

জামাল বলেন, চিকিৎসককে জিজ্ঞেস করি রোগী কোথায়। উত্তরে জানান, ‘তাকে আরেক চিকিৎসক সাত তলায় নিয়ে গেছেন। আপনি ঘণ্টা দুই পরে আসেন।’ সেই থেকে বেশ কয়েকবার সেখানে খোঁজ নিতে যাই। কিন্তু তাকে আর পাইনি। পরে ওই চিকিৎসকরা বিরক্ত হয়ে বলেন, ‘আপনার রোগী কোথায় গেছে আমরা কিভাবে বলবো?’

এভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। কিন্তু রোগীর কোনও সন্ধান পাননি তারা। তারা বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টার রিয়াজ ও কর্মরত আনসারদের জানান। তাদের পরামর্শে হাসপাতালের পুলিশ ফাঁড়িকে অবগত করেন। হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হককে বিষয়টি জানালে তিনি তাদের শাহবাগ থানায় পাঠান। পরে রাকে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসাবে গ্রহণ করে পুলিশ।

ওয়ার্ড মাস্টার রিয়াজ বলেন, রোগীর স্বজনদের ভাষ্যমতে চিকিৎসক ডা. আশিক জামান রোগীকে নিয়ে যান। কিন্তু তাকে আর ওয়ার্ডে পৌঁছে দেননি। বিষয়টি পরিচালককে জানানো হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হচ্ছে বলেও জানান তিনি।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, রোগীর স্বজনরা অভিযোগ করেছেন। আমরা এ নিয়ে কাজ করছি, এর সঙ্গে কারা জড়িত তাও দেখা হচ্ছে।

রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা  পর্যন্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।

/এআইবি/এমআর/
সম্পর্কিত
সাকিব আল হাসানকে দেখতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী আহত
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি