X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ইউনিফর্ম পরা দেখলেই ডিবি বা র‌্যাব মনে করবেন না: হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১৫:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫:০৭

র‌্যাব, পুলিশ বা ডিবির ইউনিফর্ম পরা দেখলেই তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনে না করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ‘ইউনিফর্ম দেখেই তাদের ডাকে সাড়া দেওয়ার কোনও কারণ নেই। তাদের পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনে বাকবিতাণ্ডা করুণ। মানুষ জড়ো করুন। নিকস্থ থানা পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিন।’

বুধবার (২৭ অক্টোবর) সকালে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে ২৬ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল এলাকা থেকে ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করে ডিবি। এই চক্রটি ডিবি ও র‌্যাবের পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাই করে নির্জন কোনও জায়গায় ফেলে রাখতো।

গ্রেফতারকৃতরা হলো—মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ইমদাদুল শরীফ, খোকন, মাসুদুর রহমান তুহিন, মো. মামুন শিকদার, মো. কমল হোসেন, মো. ওয়াহিদুল ইসলাম, ফারুক ব্যাপারী ও মো. মতিউর রহমান।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি পিস্তল, একজোড়া হাতকড়া, ট্রাভেল ব্যাগ, দুটি তিনি জ্যাকেট, চারটি নতুন গামছা, একটি সিলভার রঙের প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ বলেন, ‘ঢাকা মহানগরী এবং আশপাশের এলাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাসে ভুয়া র‌্যাব-ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় চক্রটি। এর পর সাভারের আশুলিয়া, কখনও বেড়িবাঁধ, কখনও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নিয়ে ব্যাপক মারধর করে। ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা অথবা ভিকটিমদের ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করে হাতিয়ে নেয়।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘ভুক্তোভোগীরা মামলা করতে চান না। অনেকে পুলিশকে জানান না। যে ৯ জনকে গ্রেফতার করেছি, প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, নারী নির্যাতন ও ধর্ষণের মামলা পেয়েছি।’ 

তিনি বলেন, ‘এ ধরনের ছিনতাইয়ের কবলে পড়লে আপনার থানায় জানান। থানায় না গেলে আমাদের কাছে আসুন। আমরা আপনাদের অভিযোগ নেবো।’

হারুন অর রশীদ বলেন, ‘চক্রটির বেশিরভাগ ঢাকার বাইরের সদস্য। তারা ঢাকার বাইরে থেকে এসে কাজ করে আবার চলে যায়। তারা কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত সড়কটি ব্যবহার করে।’

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেককে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা অপরাধ চক্রকে ধরতে পারবো।’

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক