X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রেজা কিবরিয়া-নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ০১:১১আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০১:১১

নব গঠিত রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন শাহবাগ থানায় এই মামলার আবেদন করেন। তবে শাহবাগ থানা পুলিশ মামলাটির আবেদন সরাসরি গ্রহণ না করে তা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলার আবেদন করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক কোনও বিষয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সাইবার ক্রাইম বিভাগের সুপারিশ নেওয়া হয়। এজন্য আবেদনটি জিডি হিসেবে গ্রহণ করে তা সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। তারা মামলার সুপারিশ করলে মামলা হিসেবে নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সম্প্রতি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। কোটা বিরোধী আন্দোলন করে আলোচনায় আসা নুরের নতুন এই রাজনৈতিক দলে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া যোগ দিয়েছেন।

এদিকে নূর ও রেজা কিবরিয়াসহ সাবেক ছাত্র অধিকার পরিষদ ও বর্তমানে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলায় উসকানির অভিযোগ করে আসছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। গত মঙ্গলবার তারা নূর ও রেজা কিবরিয়াসহ সাম্প্রদায়িক উসকানির সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধও করে রাখে। সড়ক অবরোধের একদিন পর মামলার আবেদনের এই খবর পাওয়া গেলো।

শাহবাগ থানা পুলিশ জানায়, মামলার আবেদনে নুর, রেজা কিবরিয়াসহ তারেক নামে আরেক জনের নাম উল্লেখ রয়েছে। তারেক বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা বলে জানা গেছে। মামলার আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রাতিক সময়ে কুমিল্লায় পুজা মণ্ডপে কোরআন শরিফ রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তাতে উসকানি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

/এনএল/ইউএস/
সম্পর্কিত
নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন: নুর
ভবিষ্যতে আদালত অবমাননাকর বক্তব্য দেবো না: হাইকোর্টকে ভিপি নুর
সবাই দাদাবাবুদের গোলামি করে: ভারত নিয়ে অভিযোগ নুরের
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়