X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১০:২৫আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১:১৯

নীলফামারীর সৈয়দপুরে ধর্ষণের অভিযোগে শাহিন আলী বাবু (৩৯) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গোলাহাট কলোনী মহল্লার মৃৃত আজগার আলী ছেলে। এ বিষয়ে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। সোমবার (১ নভেম্বর) উপজেলার ঘোড়াঘাট (গোলাহাট) রেলওয়ে কলোনি মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে ।

মামলার বিবরণে জানা যায়, দিনাজপুরের খানসামা উপজেলার থানাপাড়া এলাকার এক নারী স্বামীসহ বাস করতো সৈয়দপুরের ঢেলাপীর উত্তরা আবাসনে। চিকিৎসা সূত্রে পরিচয় হয় পল্লী চিকিৎসক শাহিন বাবুর সঙ্গে। ফার্মেসিতে যাতায়াতের কারণে এক সময় বাবুর সঙ্গে ওই নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বাবু তাকে বিয়ের কথা বললে সাত বছর আগে ওই নারী তার স্বামীকে তালাক দেন। এরপর বাবু তাকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে ভরণ-পোষণসহ সার্বিক ব্যয় বহন করে আসছে।

বাবু মাঝে মধ্যে ঢাকায় গিয়ে স্বামী-স্ত্রীর মতো থাকতো। ওই নারীও সৈয়দপুরে এলে বাবুর বাড়িতে অবস্থান করতেন।তবে বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না বাবু। এ অবস্থায় গত ২৮ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে করেন বাবু। খবর পেয়ে ৩০ অক্টোবর ওই নারী সৈয়দপুরে এসে দেখেন শহরের একটি কমিউনিটি সেন্টারে চলছে বাবুর বউভাতের অনুষ্ঠান। পরে ওই নারী তার সঙ্গে প্রতারণার বিষয়ে জানতে চাইলে বাবু জানান বিয়ে করলেও তার সঙ্গে আগের মতো সম্পর্ক থাকবে।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সৈয়দপুর থানায় প্রতারণা ও বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার এসআই তারেক মাহমুদ আসামিকে তার চেম্বার থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

তবে পল্লী চিকিৎসক বাবু ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই নারী আমার রোগী। সে স্বামী পরিত্যক্ত ও দরিদ্র অসহায় হওয়ায় চিকিৎসার পাশাপাশি আর্থিক সহযোগিতা করতাম। সাত বছর ধরে মোবাইলে কথা বলা ও দেখা করা ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই। ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান জানান, দীর্ঘ সাত বছর বিবাহবহির্ভূত সম্পর্ক ও ধর্ষণের অভিযোগে বাবুকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।



/টিটি/
সম্পর্কিত
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
জয়পুরহাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন