X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিসেম্বর থেকে সব কোর্ট চলবে শারীরিক উপস্থিতিতে: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৪:৫৬

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আগামী ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলার জন্য আদালতগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (১০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে একটি মামলার শুনানিকালে এ কথা বলেন তিনি।

এসময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা ভার্চুয়ালি আপিল বিভাগে যুক্ত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, আগামী ডিসেম্বর থেকে সবার শারীরিক উপস্থিতিতে কোর্ট খুলে দিব।

এসময় তিনি বলেন, তবে ভার্চুয়াল কোর্টে কাজ হয় দ্বিগুণ। ধরুন হঠাৎ, এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন হলো। তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট হবে। আর ভার্চুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট কম্পিউটারে টিপ দিয়ে দেন।

আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি আরও বলেন, আপনারা সবাই ফিজিক্যাল (সশরীরে উপস্থিতি) কোর্টের ভক্ত। ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দিব। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা থেকেও আইনজীবীরা শুনানিতে অংশ নেন উল্লেখ করে তিনি বলেন, এরকম অনেকেই আছেন। অ্যাটর্নি জেনারেলও দেশের বাইরে থেকে শুনানি করেছেন।

এরপর আদালত মামলার ওপর শুনানি করেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হয়ে আসছে। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কার্যক্রম বর্তমানে ভার্চুয়ালি ও শারীরিক উপস্থিতি উভয়ভাবেই পরিচালিত হচ্ছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আইনের মামলা হাইকোর্টে স্থগিত
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী