X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কেন্দ্রের সঙ্গে তাল মেলাতে পারছে না সঞ্চালন লাইন

সঞ্চিতা সীতু
১৬ নভেম্বর ২০২১, ১৯:৪২আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০:৪৯

দেশে যে গতিতে বেজলোড (স্থায়ী) বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদনে আসছে, সেই গতিতে এগোচ্ছে না সঞ্চালন লাইন। পায়রা বিদ্যুৎকেন্দ্রের পর একই শঙ্কায় পড়তে যাচ্ছে আরও কিছু কেন্দ্র। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এতে, চালুর পরও দিনের পর দিন বসে থাকতে হবে বড় কেন্দ্রগুলোকে।

সরকার দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সংকটের সমাধানে দেশে বড় ও জ্বালানি সাশ্রয়ী বেজলোড বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পায়রা, মাতারবাড়ী, রূপপুর ও রামপালে এ ধরনের মেগা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার। সব কেন্দ্রই এক হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

ইতোমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এক বছরের বেশি সময় ধরে কেন্দ্রটি উৎপাদনে এলেও সঞ্চালন লাইন নির্মাণের ব্যর্থতার কারণে এটি পূর্ণ ক্ষমতায় উৎপাদন শুরু করতে পারেনি। কেন্দ্রটি চালালে খুলনা এবং বরিশাল অঞ্চলের প্রায় সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়।

পিজিসিবি সূত্র বলছে, এখনও পায়রা-ঢাকা বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনের কাজ শেষ করতে আরও এক বছরের মতো প্রয়োজন হবে। বলা হচ্ছে, পদ্মা সেতু ক্রসিংয়ের জন্য লাইন নির্মাণের সমস্যা হয়েছে। সেতু কর্তৃপক্ষ গ্রিড লাইনটির রিভারক্রসিংয়ের কাজ করেছে। এখনও লাইনটিতে তার টানানো শেষ হয়নি।

পায়রা বিদ্যুৎকেন্দ্রটির মতোই রূপপুরের গ্রিড লাইনের অবস্থা। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে যদি গ্রিডলাইন নির্মাণ শেষ না হয়, তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরও রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি চালু করা সম্ভব হবে না।

দুই হাজার ৪০০ মেগাওয়াটের রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদনে আসার কথা ২০২২ সালের অক্টোবরে। কিন্তু পিজিসিবির পরিকল্পনা বলছে, রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হবে। সেক্ষেত্রে রূপপুর বিদ্যুৎকেন্দ্র যথাসময়ে উৎপাদনে এলেও লাইন প্রস্তুত না হওয়ায় তা বসেই থাকবে। এখন পর্যন্ত রূপপুরের গ্রিডলাইনের মাত্র ২৪ ভাগ কাজ শেষ হয়েছে।

এ বিষয়ে রূপপুর বিদ‌্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের অন্যান্য কাজ দ্রুত এগিয়ে চলেছে। তবে রিভার ক্রসিংয়ের কাজ হচ্ছে না। কারণ, ভারতীয় ঠিকাদার কোম্পানি যে দর ঠিক করেছে তা প্রায় তিনগুণ বেশি। এ দরে কাজ করা সম্ভব নয়। তাই দুই থেকে তিন মাস কাজ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছি।’

এদিকে ডিসেম্বরের মধ্যে উৎপাদনে আসার কথা রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের। গোপালগঞ্জ ঢাকা সঞ্চালন লাইন রেডি না হওয়ায় ৬৬০ মেগাওয়াটের ইউনিটটি উৎপাদনে এলেও বসে থাকতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে পিজিসিবির এক কর্মকর্তা বলেন, নানা কারণে কাজ পিছিয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে অনেক সময় তাল মিলিয়ে কাজ করা যায় না। আমরা দরপত্র করলাম, সেটায় ভালো সাড়া পেলাম না, অথবা কাজ পেলাম বা টাকা পেতে দেরি হলো। আবার কিছু কিছু এলাকায় কাজ করতে গিয়ে রিভার ক্রসিংয়ে খরচ বেড়ে যাচ্ছে। সময়ও বেশি লাগছে। সব মিলিয়ে একই সময় কেন্দ্র ও সঞ্চালন লাইন চালুর নিশ্চয়তা কেউ দিতে পারবে না।

 

 

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন শুরু
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
সর্বশেষ খবর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়