X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাবির যত আয়োজন

ঢাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল ১৬ ডিসেম্বর। এ দিন স্বাধীন বাংলাদেশের জন্মের অর্ধশতাব্দী, মানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। একই বছর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবর্ষ। দুটি ঐতিহাসিক মুহূর্ত উদযাপন একই সঙ্গে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে দিবস দুটি।

এ উপলক্ষে ১ ডিসেম্বর থেকে উদযাপন শুরু হয়। ১-৫ ডিসেম্বর প্রতিদিন বিকাল ৪টা থেকে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিজয় র‌্যালি, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টায় কন্সার্টের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ব্যান্ডদল নগরবাউল জেমস, ওয়ারফেজ, কৃষ্ণপক্ষ, মেহেরীনসহ দেশসেরা বিভিন্ন ব্যান্ডদল। এই কন্সার্ট ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও আলোচকদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকায় এই দিন অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল সোয়া ৬টায় উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৭টা ৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করা হবে।

এতে আরও জানানো হয়, ১৬ ডিসেম্বর বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া/প্রার্থনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লেজার শো প্রদর্শিত হবে এবং এই লেজার শোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের সমাপ্তি হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র ও স্মৃতি চিরন্তনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সাম্যের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বড় ভাই সাগর
ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ক্যাম্পাসে ঢাবি শিক্ষার্থী সাম্যের জানাজা সম্পন্ন
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে আরএফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্টের বৈঠক
ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে আরএফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্টের বৈঠক
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ছাড়, আসছে আরও ২ বিলিয়ন বাজেট সহায়তা
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ছাড়, আসছে আরও ২ বিলিয়ন বাজেট সহায়তা
জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর