X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘ব্রেক্সিট’ হবে বিশ্ব অর্থনীতির ওপর বড় আঘাত: জি-২০

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪১
image

বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর অর্থমন্ত্রীরা সতর্ক করেছেন, যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে (অর্থাৎ যদি ব্রেক্সিট হয়) তা হবে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত। চীনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জি-২০ দেশগুলোর বৈঠকের পর এক বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করা হয়।  

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া এআইআইবি প্রেসিডেন্ট জিন লিকুন এবং অন্যান্য নেতৃবৃন্দ

ওই বৈঠকে উপস্থিত যুক্তরাজ্যের চ্যান্সেলর জর্জ অসবর্ন বিবিসিকে বলেছেন, ‘এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আগামী ২৩ জুন যুক্তরাজ্যের থাকা, না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে গণভোট অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য, চীন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আইএমএফ-এর প্রধান ক্রিস্টিন লাগারদে গত শুক্রবার থেকে সাংহাই-এ অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্ব অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।

যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার প্রশ্নে গণভোটের পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব পড়বে বলে বিশ্বনেতারা বিবৃতিতে উল্লেখ করেন। বিবিসির রাজনৈতিক প্রতিবেদক রবিন ব্রান্ট জানিয়েছেন, অসবর্নের সঙ্গে থাকা কর্মকর্তারা শীর্ষ সম্মেলনের প্রজ্ঞাপনে যুক্তরাজ্যের গণভোটের বিষয়ে উল্লেখ থাকাকে ‘অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন। তবে অসবর্ন এমনটা করতে চাপ প্রয়োগ করেননি বলে উল্লেখ করেছেন।

জি-২০ শীর্ষ সম্মেলনে জর্জ অসবর্ন

অসবর্ন বিবিসিকে বলেছেন, ‘বিশ্বের বৃহৎ দেশগুলোর অর্থনৈতিক নেতারা সর্বসম্মতিতে এই রায় দিয়েছেন যে, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে তা হবে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত। আর যদি তা বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত হয়ে থাকে, তাহলে যুক্তরাজ্যের ওপর তার প্রভাব কি হবে, সেটা ভেবে দেখুন।’ তিনি আরও বলেন, ‘এটা কোনও অজানায় পাড়ি দেওয়া ভ্রমণাভিযান নয়। বরং তা সকল জ্ঞান-বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক