জাপানের বিভিন্ন অর্থনৈতিক সূচকে ইতিবাচক অগ্রগতি হওয়ায় ঘুরে দাঁড়িয়েছে দেশটির পুঁজিবাজার। সম্প্রতি দেশটির সরকার বিভিন্ন সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যান প্রকাশ করার পর সপ্তাহের প্রথম দিন থেকে পুঁজিবাজারের সূচক বাড়তে শুরু করেছে বলে বিবিসির এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
দেশটির সরকারি ওই পরিসংখ্যানে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে দেশটির শিল্পকারখানাগুলোর উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা গত তিন মাসের মধ্যে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে লেনদেনের আগ্রহকে বাড়িয়ে দিয়েছে।
তবে খুচরা পণ্য বিক্রির তথ্য দেশটির বিনিয়োগকারীদের অনেকটাই হতাশ করেছে। পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে গত মাসে খুচরা বিক্রি কমেছে ০ দশমিক ১ শতাংশ, যদিও এ খাতে ০ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছিল।
সরকারি পরিসংখ্যান প্রকাশ করার পর দেশটির নিক্কি-২২৫ সূচক গত কার্যদিবসের চেয়ে ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
যদিও আজ লেনদেনের শুরুতেই তালিকাভুক্ত নিন্তেনদো কোম্পানির শেয়ার দর ৫ শতাংশের বেশি কমে যায়। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছিল, বছর শেষে কোম্পানির মুনাফা গত বছরের অর্ধেকে নেমে আসবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ডলারের বিপরীতে ইয়েন শক্তিশালী হওয়ায় চলতি বছরে কোম্পানির মুনাফা ১৭ বিলিয়ন ইয়েনে নেমে আসবে। গত বছর কোম্পানির মুনাফা হয়েছিল ৩৫ বিলিয়ন ইয়েন।
অন্যদিকে, চীনের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। দেশটির সাংহাই কম্পোজিট সূচক ৩ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭২ পয়েন্টে। যদিও কিছুদিন আগে দেশটির সাংহাইয়ে জি-২০ সম্মেলনে পুঁজিবাজারের প্রবৃদ্ধিতে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে বিশ্ব নেতারা।
এছাড়া হ্যাং সেং সূচক প্রায় এক শতাংশ কমে ১৯ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে চলতি বছরে কয়লা উৎপাদন কোম্পানি বিএইচপি বিলিটন ও রিও টিনটো কোম্পানির মুনাফা ১ দশমিক ৫ শতাংশের বেশি হওয়ায় সিডনির এএসএক্স-২০০ সূচক ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কচপি সূচকের কোনও পরিবর্তন না হয়ে আগের দিনের মতো ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের আপিল বিভাগে স্যামসাংয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার খবরে দেশটির পুঁজিবাজারে কোম্পানিটির্ শেয়ার দর ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
/এসএনএইচ