X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নবজাতক অপহরণের দায়ে নার্সকে দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৬, ১৯:৩৪আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:৫৯

১৯৯৭ সালে ৩ দিন বয়সের এক শিশুকে অপহরণের ঘটনায় দক্ষিণ আফ্রিকার এক নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পুলিশ বলছে, কেপ টাউনের একটি হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে যায় ওই নারী। 

গতবছর একটি স্কুলে একইরকম দেখতে দুই শিশুকে দেখে লোকজনের সন্দেহ হয়। এমনকি তাদের দুজনের জন্মদিনও মিলে যায়।

এ ঘটনায় এক শিশুর কথিত মা ৫১ বছরের ওই নারীকে গতবছর গ্রেফতার করা হয়। এরপর ডিএনএ টেস্টে জানা যায়, ওই দুই শিশু আসলে দুই বোন।

জিফানি নার্স নামের শিশুটিকে অপহরণের ঘটনায় আদালতে জামিন চাইলে আদালত ওই নারীর আবেদন খারিজ করে দেয়।

আদালত প্রাঙ্গনে জিফানি নার্স-এর মা-বাবা

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে ওই নার্সের সঙ্গেই থাকতেন জিফানি। শিশুটির প্রকৃত মা-বাবার বাসাও ছিল একই এলাকায়।

জিফানির বাবা আদালতকে জানান, বিষয়টি নিয়ে পুলিশের কাছে যাওয়ার আগে তিনি এর স্বপক্ষে প্রমাণ খুঁজে বের করতে এক মাস সময় নিয়েছিলেন। শেষ পর্যন্ত ডিএনএ টেস্টে তার প্রমাণ মিলেছে।

১৯৯৭ সালে দেশজুড়ে সন্ধান চালিয়েও জিফানির খোঁজ মেলেনি।

অভিযুক্ত ওই নারী জানান, গর্ভস্রাবের ফলে তিনি মনে করতেন তার বৈধভাবে একটা সন্তান দত্তক নেওয়া প্রয়োজন।

তার দাবি, একটি ব্যস্ত রেল স্টেশনের পাশে  সিলভিয়া নামের এক নারী তাকে নবজাতক শিশুটিকে দিয়েছিলেন। তবে তার দাবি অনুযায়ী ওই কথিত নারীকে খুঁজে পাওয়া  যায়নি।

এমনকি দত্তক নেওয়ার কাগজপত্রেও স্বাক্ষরের কথা জানান এ নারী। অবশ্য সেসব কাগজ এতোদিনে হারিয়ে গেছে বলে জানান তিনি।

মামলার রায়ে অভিযুক্ত ওই নারীর দাবি নাকচ করে দেন আদালত। বিচারক জন হোপ বলেন, অভিযুক্তের সব যুক্তি বানোয়াট। আদালত তার দাবি প্রত্যাখ্যান করছে।

রায়ের আগে অভিযুক্ত নারী বিবিসিকে বলেন, এক্ষেত্রে তিনি নিজেও ঘটনার শিকার। তার মতে, জিফানিকে গ্রহণের সময় তিনি প্রতারিত হয়েছেন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
ভ্রমণ নিষেধাজ্ঞা আরও ৩৬টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক