জেবুন্নেসা ঘটনাস্থলে ছিলেন: স্বামী

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখা এবং তার ওপরে নির্যাতনকারী হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের নাম উল্লেখ থাকলেও তিনি কোনও নির্যাতন করেননি, তবে তিনি ঘটনাস্থলে ছিলেন—এমনটাই দাবি করেছেন তার স্বামী পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন আল রশিদ কাজী।

কীভাবে জেবুন্নেসা নামটি নির্যাতনকারী হিসেবে সামনে এলো প্রশ্নে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেদিন মন্ত্রণালয়ের কোনও একটা সভা ছিল। সেখান থেকে ফেরার পথে তিনি সচিব মহোদয়ের রুম হয়ে আসার সিদ্ধান্ত নেন এবং ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পরে বিষয়টা তাকে দেখতেও বলা হয়।’

তিনি বলেন, ‘গণমাধ্যমে কে তার নামটি দিলো এবং কিছু ভ্যারিফাই না করে কেন তার নাম নির্যাতনকারী হিসেবে প্রকাশ করা হলো, তা আমার বোধগম্য না।’

জেবুন্নেসার সঙ্গে এ বিষয়ে কথা বলা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জেবুন্নেসা গত দুই দিনে কথা বলার পরিস্থিতিতে নেই। তবে ওই নির্যাতনকারী যে জেবুন্নেসা—এটা আপনাদের প্রমাণ করতে হবে। না জেনে এই হয়রানির কোনও মানে হয় না।’

কে ছিলেন গলা চেপে ধরা সেই নারী প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কে করলো বলতে পারি না। বড় একটা ঘটনা, এটা আগে যাচাই করতে হবে। তবে এটা যে জেবুন্নেসা সেটা আপনাদের (গণমাধ্যমকে) প্রমাণ করতে হবে।’

আরও পড়ুন:

‘রোজিনা ইসলাম ঠিক কাজটিই করেছেন’

সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

রোজিনার প্রিজন ভ্যানের ছবি কী কথা বলে?

স্বেচ্ছায় কারাবরণ করতে আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকরা

রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৫ জুলাই

রোজিনা ইসলামকে হেনস্তা করায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো

‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের