ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় ছাত্রদলের নিন্দা

ছাত্রলীগের দুই নেতা আনোয়ার হোসেন নাঈম ও শরীফ আহমেদ মুনিমকে মারধরসহ অতীতের সব পুলিশি নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তারা এডিসি হারুনকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

নিজেদের কেন্দ্রীয় নেতাদের নির্যাতনকারী এক অফিসারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ না করে ছাত্র রাজনীতির ইতিহাসে ছাত্রলীগ কলঙ্ক লেপন করেছে দাবি করে ছাত্রলীগের মতো একটি সংগঠনের  ‘এহেন অমর্যাদকর অবস্থানের’ নিন্দা ও হতাশাও প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনেয়ার হোসেন নাঈম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশার হারুনের (এডিসি হারুন) বিরুদ্ধে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে পুলিশ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদের কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। ছাত্রলীগের হামলার ভয়ে সাধারণ শিক্ষার্থীরা এখন ছাত্রলীগের কোনও নেতাকে নির্যাতনের প্রতিবাদ জানাতে ভয় পাচ্ছে।

আরও পড়ুন- 

বরখাস্ত হলেন এডিসি হারুন

এডিসি হারুন ইস্যু: তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

প্রত্যাহার নয়, বদলি হলেন এডিসি হারুন

এডিসি হারুনকে প্রত্যাহার