X
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
৯ আশ্বিন ১৪৩০

দেশে ডলার আসার চেয়ে যাচ্ছে বেশি: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৮:৫১আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:১১

দেশে ডলার আসার চেয়ে যাচ্ছে বেশি। এ কারণে খোলা বাজারে প্রতি ডলারের দাম ১২০ টাকায় উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, দেশে ডলার আসার তুলনায় যাচ্ছে বেশি। তাই বিদেশে যাওয়ার সময় ক্যাশ ডলার বহনে নিরুৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণ থেকে শুরু করে সব ক্ষেত্রেই ডলারের আউট-ফ্লো বেড়ে গেছে। নানা সীমাবদ্ধতার কারণে সে পরিমাণ ডলার দেশে আসছে না। এ কারণেই খোলা বাজারে ডলারের দাম বেড়েছে। দেশে ডলার আসার চেয়ে যাচ্ছে বেশি: বাংলাদেশ ব্যাংক

সিরাজুল ইসলাম বলেন, আমদানি বেড়ে যাওয়ায় বাজারে ডলারের সংকট হয়েছে। রিজার্ভও কমেছে। রফতানির তুলনায় বাংলাদেশের আমদানি বেশি। তাই আমদানি-রফতানির মধ্যে শূন্যস্থান পূরণ করতে হলে রফতানি বাড়ানো ছাড়া বিকল্প নেই। বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত রিজার্ভ থেকে ডলার সরবরাহ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা অব্যাহত থাকবে। তবে রেমিট্যান্স বাড়ানোর দিকেও নজর দিতে হবে বলে জানান তিনি।

এদিকে প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দাম বা‌ড়ি‌য়ে‌ বি‌ক্রি করার প্রমাণ পাওয়ায় গত ৮ আগস্ট দে‌শি-বি‌দে‌শি ৬টি ব্যাংকের ট্রেজারি বিভা‌গের প্রধানকে অপসারণ কর‌তে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো, বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সি‌টি ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক এবং বিদেশি খা‌তের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এছাড়া ডলারের কারসা‌জি রো‌ধে খোলা বাজার ও এক্সচেঞ্জ হাউজগু‌লো‌তে ধারাবাহিক অভিযান পরিচালনা ক‌রছে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা। গত সপ্তাহ পর্যন্ত কারসা‌জির অপরা‌ধে পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি ৪২টি‌কে শোকজ করা হ‌য়ে‌ছে। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নি‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হ‌য়েছে।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকে আগুনের ‘ফলস অ্যালার্ম’
বাংলাদেশকে সংকট নিরসনে নতুন মডেল দিচ্ছে আইএমএফ
এক মাসে রিজার্ভ কমলো ২ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
আড়ালেই থেকে যায় কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতারা
আড়ালেই থেকে যায় কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতারা
বিশ্বের বেশিরভাগ মানুষ পশ্চিমাদের প্রতারণার শিকার, জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বের বেশিরভাগ মানুষ পশ্চিমাদের প্রতারণার শিকার, জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৩)
৩৬ টাকা দরে আলু বিক্রি, কেনা যাবে সর্বোচ্চ ৫ কেজি
৩৬ টাকা দরে আলু বিক্রি, কেনা যাবে সর্বোচ্চ ৫ কেজি
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
রুশ ফ্রন্টলাইনকে ‘নরকে’ পরিণত করছে ইউক্রেন
রুশ ফ্রন্টলাইনকে ‘নরকে’ পরিণত করছে ইউক্রেন
পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে
পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে
পোশাকে তরকারির তেল-ঝোল লাগলে কী করবেন?
পোশাকে তরকারির তেল-ঝোল লাগলে কী করবেন?