X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বুধবার শুরু হচ্ছে আয়কর উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৮:৫২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:৫২

নির্বাচনি বছরে ডলার সংকট চলছে, আমদানি কমে গেছে ও ব্যবসায় ধীরগতি, এই অবস্থায় রাজস্ব আদায় বড়  চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এনবিআরের সম্মেলন কক্ষে আয়কর তথ্যসেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রহমাতুল মুনিম বলেন, ‘অর্থনৈতিক সংকট ও করোনাকালীন দুই মেয়াদে রাজস্ব আদায়ে তেমন কিছুই করতে পারিনি। তবে পলিসি লেভেল ও জনবল বৃদ্ধিতে কাজ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি ২০২০-এর জানুয়ারিতে দায়িত্ব নিয়েছি। তারপর থেকেই করোনার তাণ্ডব শুরু হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছু করতে পারিনি। পলিসি লেভেলে কিছু করেছি। অটোমেশনের ক্ষেত্রে চেষ্টা করেছি।

তিনি বলেন, আয়কর আইন করেছি, কাস্টমস আইন সংসদে উপস্থাপিত হবে। অফিস পলিসি নিয়ে কাজ করেছি। অর্থনীতির এই করুণ অবস্থার মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছুই করতে পারিনি। ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে বাজেটে কিছু বিষয় যুক্ত করেছি।

কোনও সেবা না পেলে ব্যবসায়ীদের অভিযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেবা না পেলে লিখিত অভিযোগ নিয়ে আসেন। ব্যবসায়ীদের অযথা সুপারিশ কেন শুনবো?

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুদামের ৫৬ কেজি সোনা চুরির তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, সুষ্ঠু তদন্তের জন্য যৌক্তিক সময় লাগতেই পারে। সেই সময়টি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টানা তৃতীয় বারের মতো চলতি বছরও আয়কর মেলা আয়োজন না করে করদাতাদের সুবিধার্থে কর অঞ্চলে নভেম্বরজুড়ে আয়কর তথ্যসেবা মাস অনুষ্ঠিত হবে। আগামীকাল অর্থাৎ, বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে আয়কর রিটার্ন জমা। ৩০ নভেম্বর পর্যন্ত এনবিআরের প্রতিটি সার্কেল ও অঞ্চল অফিসে উৎসব মুখর পরিবেশে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতা।

আয়কর মেলার আদলে কর অফিসে করদাতারা পাবেন ‘ওয়ানস্টপ’ সেবা। এছাড়া অনলাইনে বিকাশ, রকেট, নগদ কিংবা ইউক্যাশ ব্যবহার করে ঘরে বসেই কর দেওয়ার সুবিধা পাবেন করদাতারা।

নভেম্বর মাসব্যাপী প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশে করদাতারা আয়কর রিটার্ন দাখিলসহ সব ধরনের সেবা নিতে পারবেন। এছাড়া করদাতাদের তথ্য সরবরাহ করার জন্য কর অঞ্চলগুলো ছাড়াও সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ক্যান্টনমেন্টে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রেও আয়কর রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা ও কর সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে। দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন জমা নেওয়া হবে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আগামী ১৫ ও ১৬ নভেম্বর করদাতাদের রিটার্ন জমা ও কর তথ্য সেবা দেয়া হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতারা চাইলে অনলাইনেও কর দিতে পারবেন। এক পৃষ্ঠার রিটার্ন দাখিল পদ্ধতিও থাকবে। পাশাপাশি ই-চালান ও নতুন টিন করার সুযোগও থাকবে।অনলাইন রিটার্ন সার্ভিসের সিস্টেম আরও পরিচ্ছন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এনবিআর জানিয়েছে, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২৩। এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ বছর আয়কর দিবসের প্রতিপাদ্য- ‘কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ স্লোগান হলো- ‘আমরা বদলে যাবো, আমরা বদলে দিবো।’

অনলাইনে আয়কর রিটার্ন  (www.etaxnbr.gov.bd) দাখিল সিস্টেমটি চালু রয়েছে। ইতোমধ্যে করদাতারা এ সিস্টেমে রেজিস্ট্রেশন করাসহ রিটার্ন তৈরি এবং রিটার্ন দাখিল করতে পারছেন। হটলাইন নম্বর ০৯৬৪৩৭১৭১৭১-এর মাধ্যমে ই রিটার্ন সম্পর্কে পরামর্শ নিয়ে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

এ বছর প্রথমবারের মত করশূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রাপ্তিস্বীকার এবং সনদ দু'টো পাওয়া যাবে। ফলে এই শ্রেণির করদাতাদের কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন জানিয়েছে এনবিআর।

এনবিআরের তথ্য অনুযায়ী, ই-টিন (www.etdsnbr.gov.bd) সিস্টেমের মাধ্যমে সব কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে এনবিআর। তাছাড়া ই-টিন রেজিস্ট্রেশন (www.incometaxnbr.gov.bd) বুথে প্রয়োজনীয় তথ্য দেওয়া সাপেক্ষে নতুন করদাতারা ই-টিন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

 

/জিএম/এমএস/
সম্পর্কিত
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ
কর আইনজীবী নিবন্ধনের লিখিত পরীক্ষা ২৬ এপ্রিল
ভ্যাট ফ্রি করলে রাজস্ব বাড়বে, এই যুক্তি আজগুবি: এনবিআর চেয়ারম্যান
সর্বশেষ খবর
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি