X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গার্মেন্টসের জন্য টেস্টিং ল্যাবরেটরি হচ্ছে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৬, ১৭:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৭:১৬

আমির হোসেন আমুদেশের গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের জন্য একটি টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ইনস্টিটিউট স্থাপনের জন্য সমীক্ষা প্রতিবেদন তৈরির কর্মসূচি রয়েছে। এটি বাস্তবায়িত হলে শিল্পখাতের উৎপাদিত পণ্যের গুণগতমান ও জনবলের দক্ষতা বাড়বে।
বুধবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গার্মেন্টস বাংলাদেশ ২০১৬', 'ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার' ও 'গ্যাপেক্সপো ২০১৬' শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধনকালে এ সব কথা বলেন শিল্পমন্ত্রী।
এর মধ্যে গার্মেন্টস বাংলাদেশ প্রদর্শনীটি ১৫তম আন্তর্জাতিক প্রদর্শনী। ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার ও গ্যাপেক্সপো সপ্তম আন্তর্জাতিক প্রদর্শনী। জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাকের গুরুত্ব দিন দিন বাড়ছে। বর্তমানে এ শিল্পে প্রায় ২ লাখ শ্রমিক কর্মরত আছেন। প্রতিবছর পোশাক শিল্পে ১৩ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে।

শিল্পমন্ত্রী বলেন, দেশে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতে প্রায় ১৩'শ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ শিল্পে উৎপাদিত ৩০ থেকে ৩৫ ধরনের পণ্য পোশাক শিল্পে সরাসরি ব্যবহৃত হচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে এ খাত থেকে প্রায় ৫ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন'র (বিজিএপিএমইএ) প্রেসিডেন্ট রাফেজ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

/এসআই/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের