X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আইনে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমানোর প্রস্তাব এফবিসিসিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ১৪:২৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৪:২৪

 

আইনে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমানোর প্রস্তাব এফবিসিসিআই’র নতুন আয়কর আইনে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমনোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই’র কার্যালয়ে আয়োজিত নতুন আয়কর আইন বিষয়ে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শফিউল ইসলাম বলেন, ‘কর নির্ধারণ বা মূল্যায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে কর আদায়ের সময় অনেকে হয়রানির শিকার হন। তাই তাদের ক্ষমতা কমানো উচিত।’

সভায় এফবিসিসিআই’র পক্ষ থেকে আটটি প্রস্তাব তুলে ধরা হয়। অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- শিল্পের মৌলিক কাঁচামালের ওপর পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, উচ্চ আদালতে আপিল করার ক্ষেত্রে আরোপিত ২৫ শতাংশ বিরোধীয় কর প্রত্যাহার, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্যদের কমিশনার পদমর্যাদা না দেওয়া প্রমুখ।

এফবিসিসিআই’র সভাপতি বলেন, ‘সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে আয়কর আইন থাকা প্রয়োজনীয়। যা হবে সহজ ও সবার জন্য যুগোপযোগী, বিনিয়োগ ও করদাতা বান্ধব এবং আধুনিক।’

এ সময় তিনি আইনটি বাংলায় অনুবাদের ক্ষেত্রে সহজ, সাবলীল ও ব্যবহারবান্ধব শব্দ চয়ন করার প্রস্তাব দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারমন্যান মো. নজিবুর রহমান, সদস্য পারভেজ ইকবাল ও আব্দুর রাজ্জাক এবং ব্যবসায়ী নেতারা।

আরও পড়ুন:
রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেবে না ইসি: কেএম নুরুল হুদা
যা বলেছি তথ্যভিত্তিক, '৭৫-৭৭ পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না: সিইসি

/জিএম/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র