X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেধাবীদের পুঁজিবাজারে আসার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭

ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ আসবে না বলে মনে করছেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ খান। এ কারণে তিনি পুঁজিবাজারে মেধাবীদের আসার আহ্বান জানান।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশে এক উদ্দীপনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এই ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর আয়োজন করেছে বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক।

আরিফ খান বলেন, ‘ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার গড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কাজের প্রতি একাগ্রতা থাকা। কঠোর পরিশ্রম আর কাজের প্রতি নিষ্ঠা অনেক উচ্চতায় নিতে পারে। ডিগ্রি এখানে কোনও সমস্যা নয়; থাকতে হবে উন্নত মানসিকতা। তাহলেই নতুন প্রজন্ম খুঁজে পাবে এক নতুন বাংলাদেশকে।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যেই হারে এগিয়ে যাচ্ছে; তাতে প্রতি বছর অবকাঠামো উন্নয়নের জন্য ২০ বিলিয়ন ডলারের প্রয়োজন। এর জন্য ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন জরুরি। 

আরিফ খান বলেন, ‘সফলতার জন্য অবশ্যই সফলদের অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার কোনও বিকল্প নেই। এই খাতে ক্যারিয়ার গড়ার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সফল ব্যক্তিদের অনুসরণ করা দরকার। সুউচ্চ স্বপ্ন দেখার কোনও প্রয়োজন নেই; যদি তা বাস্তবায়নের প্রচেষ্টা না থাকে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ‘সঠিক জ্ঞানের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখতে পারলে নিজেকে অন্য উচ্চতায় নেওয়া সম্ভব।’ তিনি বলেন, ‘নতুন প্রজন্ম যে ক্যাপিটাল মার্কেটের দিকে ঝুঁকছে এটি সত্যিই এ বাজারের সবচেয়ে ইতিবাচক দিক।’ 

সেমিনারের সেশন চেয়ার ছিলেন ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ মুসা। তিনি বলেন, ‘পুঁজিবাজারে ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইচ্ছে। এর সঙ্গে প্রচেষ্টা থাকলেই কেবল প্রত্যাশা পূরণ করা সম্ভব। এছাড়া, বাজারে শর্ট সেল সিস্টেমস চালু করা জরুরি।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন ডেল্টা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি এস এম খান। নতুনদের জন্য ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার গড়ার বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন।

সেমিনারে প্যানেল আলোচক আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন বলেন, ‘বর্তমানে পুঁজিবাজারের প্রবৃদ্ধি যে হারে বাড়ছে; তাতে এই খাতে ক্যারিয়ার গড়ার আরও সুযোগ তৈরি হচ্ছে। নতুনদের এই সুযোগ কাজে লাগাতে হবে।’

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি