X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৬:৫৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২৩:৪০

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো নানা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাংক ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে নানা কর্মসূচি পালন করা হয়।

সোমবার ব্যাংকগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এদিন বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

সবগুলো ব্যাংকের প্রধান কার্যালয় বা অফিস প্রাঙ্গণে বিশেষ ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। বেশ কিছু ব্যাংক আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পুবালী ব্যাংকসহ বেশ কিছু ব্যাংক দুঃস্থদের খাদ্যসহায়তা সামগ্রী বিতরণ করে। প্রাইম ব্যাংকসহ কোনও ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছে।

জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

এর আগে গত ৩১ জুলাই জাতীয় শোক দিবস পালন করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুসহ নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা নিতে বলা হয়। একইসঙ্গে ১৫ আগস্ট আয়োজিত সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন করতে বলা হয়।

এদিকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।

এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, কবীর আহমেদ ও হারুনুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া, জাতীয় শোক দিবসে ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দুঃস্থদের মধ্যে খাদ্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শোকাবহ দিনটি স্বরণে ব্যাংকের শাখাগুলো বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

 

জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

 

জাতীয় শোক দিবসে ব্যাংকগুলোর যত আয়োজন

/জিএম/এফএ/
সম্পর্কিত
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা
জালিয়াতির অভিযোগে নগদের বিরুদ্ধে কঠোর বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক