X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উৎসে কর ০.৫ শতাংশ চায় পোশাক খাতের দুই সংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২২:১৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২:১৯

আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানায় পোশাক খাতের এ দুই সংগঠন।

রফতানির বিপরীতে প্রদত্ত নগদ সহায়তার ওপর আয়কর হার ১০ শতাংশ থেকে ০ শতাংশ করা, গ্রিন কারখানার জন্য করপোরেট কর হার ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে সংগঠন দুটি।

বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে শুল্ক বিভাগের সদস্য মো. মাসুদ সাদেক, ভ্যাট নীতির সদস্য জাকিয়া সুলতানা ও আয়কর নীতির সদস্য সামস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচনায় অংশ নেন বিটিএম-এর নেতারা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে ঘোষিত রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য রফতানি পুনরায় আরও গভীর সংকটের মধ্যে পড়েছে। যার প্রভাব আমাদের রফতানি বাণিজ্যে ইতোমধ্যে দৃশ্যমান। রফতানি প্রবৃদ্ধির হারও ঋণাত্মক ছিল। এছাড়া ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে, যার প্রভাবে অস্বাভাবিক হারে শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধিসহ উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদেশি ক্রেতারা রফতানি আদেশ কমিয়ে দিয়েছে। যে সব রফতানি আদেশ ইতোমধ্যে দিয়েছে, তাও ধীরগতিতে শিপমেন্টের জন্য বলছে এবং অনেক ক্রেতা রফতানি আদেশ বাতিল করছে।’

ফারুক হাসান বলেন, ‘যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাব পড়েছে আমাদের পোশাক শিল্পে। এই অবস্থায় যদি উৎসে কর পূর্বের ন্যায় ০.৫০ শতাংশ নির্ধারণ করা হয়, তাহলে বর্তমানে বিরাজমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সহায়ক হবে এবং তা আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখা হোক।

সংগঠনটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে— প্রতিবছর সর্বোচ্চ ৫ পিস ডামি পোশাক বিনাশুল্কে আমদানির অনুমোদন দেওয়া, রফতানিকে প্রতিযোগী করতে পোশাক খাত সংশ্লিষ্ট ১২ ধরনের প্রতিষ্ঠান থেকে ভ্যাট অব্যাহতি, এইচ এস কোড জটিলতা নিরসন, ওয়াশিং-ড্রাই মেশিন ও অগ্নিনির্বাপণ যন্ত্র আমদানিতে শুল্ক ছাড়।

এদিকে বিকেএমই এর অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে— তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে শূন্য ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া, সোলার প্যানেল ও ইটিপি স্থাপনে আমদানি করা রাসায়নিকের শুল্ক ও মূসক শূন্য শতাংশ করা।

বিটিএমই-এর প্রস্তাবের মধ্যে রয়েছে— রিসাইকেলড ফাইবার, ম্যানমেইড ফাইবারসহ সব ধরনের আমদানি পর্যায়ে যাবতীয় শুল্ক, মূসক ব্যতীত আমদানির সুযোগ, সব ধরনের পাওয়ার লুমে উৎপাদিত কৃত্রিম আশের সুতার তৈরি ফেব্রিকসের ওপর মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছে।

এসব বিষয়ে ফারুক হাসান বলেন, ‘যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সেগুলো থেকে আমরা ওভার কাম করবো। আমরা বাজার বৈচিত্র্যকরণে কাজ করছি। সরকার যে সুযোগটা আমাদের দিয়েছে তা হলো— নতুন বাজারে গেলে একটা ইনসেন্টিভ পাওয়া যায়, সেই হিসেবে নতুন মার্কেটে আমরা কিন্তু গ্রো করছি।’

তিনি বলেন, ‘জানুয়ারি মাসে গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম তিন বার বেড়েছে জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে— এসব কারণে আমাদের কস্ট অব প্রোডাকশন বেড়ে গেছে।’

আমদানির পরিমাণ কমে যাওয়ায় এই বছর এনবিআর রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না বলেও শঙ্কা প্রকাশ করেন এ বিজিএমইএ নেতা।

রফতানির বিপরীতে উৎসে কর কমানোর দাবি জানিয়ে বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘উৎসে করের টাকাটা সমন্বয় করা যাবে না বলে আইনে উল্লেখ আছে।  আপনি যদি অতিরিক্ত টাকা নেন— তাহলে এটা সমন্বয় করার সুযোগ আমাদের মৌলিক অধিকার। এই বিষয়টা বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মাসে মাসে ভ্যাট রিটার্ন দাখিল করছি এখন। কিন্তু এটার সঙ্গে আমি একমত না, আমি কেন রিটার্ন দাখিল করবো। দাখিল করা যখন শুরু হলো, তখন ২৫ রকমের ফাইল খাতাপত্র নিয়ে ভ্যাট অফিসে হাজির হতে হয়। এরপর কতগুলো ফর্মের কথা বলা হয়। সেগুলো আমরা কখনও দেখি নাই। এটা খতিয়ে দেখবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এনবিআরের আরেকটা ডিপার্টমেন্ট বন্ডের সঙ্গে সম্পৃক্ত। সেখানে আমরা প্রতিবছর হিসাব-নিকাশ জমা দেই, তাহলে আরেকটা ডিপার্টমেন্টে কেন আমাদের দিতে হবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পরিবেশবান্ধব সনদ পেয়েছে ২ পোশাক কারখানা
বিজিএমইএর নতুন সভাপতি এস এম মান্নান
বিজিএমইএ নির্বাচন: ভোটগ্রহণ শেষে ফলের অপেক্ষা
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী