বাংলাদেশের অন্যতম মোবাইল ব্রান্ড সিম্ফনির মূল প্রতিষ্ঠান এডসিন গ্রুপের বার্ষিক সম্মলেন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এডসিন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ সম্মেলনটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ২০১৫ সালে ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হওয়ায় গ্রুপের সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ দেন আমিনুর রশিদ।
এ সময় গ্রুপের এমডি জাকারিয়া শহীদ ব্যবসার অগ্রগতি ধরে রাখতে পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিম্ফনির জ্যৈষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক, বিপনন পরিচালক আশরাফুল হক, মানবসম্পদ পরিচালক আহমেদ পাশা, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মাকসুদুর রহমান প্রমুখ।
/এসএনএইচ / এএইচ/