X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের বিনা জামানতে ঋণ সুবিধাসহ ৭ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৯:৫৬

পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিদের বাংলাদেশের সব ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ সুবিধা প্রদানসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

সোমবার (১৯ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত  পোল্ট্রি ফিড মিল হ্যাচারিগুলোতে অভিযান চালিয়ে মুরগির বাচ্চার দাম স্থির  ও পোল্ট্রি ফিডের দাম কমানোর দাবিতে জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার।

সংবাদ সম্মেলনে বিপিএ'র সভাপতি সুমন হাওলাদার বলেন, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) দীর্ঘদিন ধরে প্রান্তিক পোল্ট্রি খামারিদের নিয়ে কাজ করে আসছে। ডিম ও মুরগির বাজারে স্বস্তি রাখার চেষ্টা করছে করপোরেট গ্রুপের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছি। বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও ভোক্তা অধিদফতরের যৌথ বাজার মনিটরিং করাকে আমরা সাধুবাদ জানাই।

তিনি বলেন, ভারতে ১ কেজি ফিডের দাম ৪০ টাকা থেকে ৫০ টাকা, ১টি মুরগির বাচ্চার দাম ২৫ টাকা থেকে ৩৫ টাকা, ১টি ডিমের উৎপাদন খরচ ৫ টাকা, ১ কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ৭৬ থেকে ৮৬ টাকা। কিন্তু বর্তমানে ডিম ও মুরগির উৎপাদন খরচ প্রতিবেশী দেশের তুলনায় আমাদের দেশে দ্বিগুণ। এখন উৎপাদন খরচের বিপরীতে প্রতি কেজি মুরগিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে, ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে প্রান্তিক খামারিদের খামার বন্ধ হয়ে যাচ্ছে।

এসময় প্রান্তিক খামারিদের উৎপাদন টিকিয়ে রাখতে ও ভোক্তা সাধারণ যেন ন্যায্য মূল্যে ডিম ও মাংস কিনতে পারে, সে লক্ষ্যে ৭ দফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার। তাদের দাবিগুলো হলো:

পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিকে বাংলাদেশের সব ব্যাংককে বিনা জামানতে ঋণ সুবিধা প্রদান করতে হবে; একদিন বয়সের সব ধরনের মুরগির বাচ্চার সর্বোচ্চ খুরচা মূল্য ৩০ থেকে ৫০ টাকার মধ্যে রাখতে হবে; সব প্রকার পোল্টি ফিডের ৫০ কেজি বস্তার মূল্য ২৫০০-৩০০০ টাকার মধ্যে রাখতে হবে; করপোরেট গ্রুপকে কন্টাক্ট ফার্মিং, ডিম ও মুরগির বাণিজ্যিক উৎপাদন বন্ধ করতে হবে; সব পোল্ট্রি  ব্যবসায়ী ও খামারিকে প্রাণিসম্পদ দফতর কর্তৃক আইডি কার্ড করে দিতে হবে। যার মাধ্যমে সব প্রকার সরকারি সুবিধা প্রধান করা হবে; সরকারিভাবে বাণিজ্যিক ফিড মিল ও বাচ্চা উৎপাদনের জন্য হ্যাচারি চালু করতে হবে, যেটি পার্শ্ববর্তী দেশে চলমান রয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য; পোল্ট্রি ফিড ও একদিন বয়সী সব ধরনের মুরগির বাচ্চা আমদানির করার অনুমোদন দিতে হবে, তা না হলে করপোরেট গ্রুপের সিন্ডিকেট কোনোদিনই বন্ধ করা সম্ভব হবে না।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করলো ডিম-মুরগির খামারিরা
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’