X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

অর্থনীতিতে স্বস্তি কত দূর?

গোলাম মওলা
০৮ মে ২০২৫, ২৩:৫৯আপডেট : ০৮ মে ২০২৫, ২৩:৫৯

দেশের অর্থনীতিতে দীর্ঘ মন্দার পর ফিরতে শুরু করেছে স্বস্তির হাওয়া। ২০২৫ সালের এপ্রিল মাসের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়— যা জানুয়ারির তুলনায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার বেশি। অবশ্য আকু’র (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) দায় পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমেছে। মার্চ ও এপ্রিল মাসের আমদানি ব্যয়ের বকেয়া বাবদ ১.৮৮ বিলিয়ন বা ১৮৮ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৬ মে) এই অর্থ পরিশোধ করা হয় এবং বুধবার (৭ মে) তা রিজার্ভ থেকে সমন্বয় করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকু’র পেমেন্টের পর বৃহস্পতিবার (৮ মে) পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬  অনুযায়ী, বর্তমানে রিজার্ভ ২০ দশমিক ২৯ বিলিয়ন ডলার। এর আগে মঙ্গলবার (৬ মে ) বিকাল পর্যন্ত মোট রিজার্ভ ছিল ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ছিল ২২ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত তিন বছরের মধ্যে এই পরিশোধই সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের জুলাইয়ে মে-জুন মাসের আমদানির বিপরীতে বাংলাদেশ সর্বোচ্চ ১.৯৬ বিলিয়ন ডলার আকু-বিল পরিশোধ করেছিল।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রবাসী আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধিই রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, একসময় চরম দুরবস্থায় থাকা ১১টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক ও ইউসিবি কোনও সহায়তা ছাড়াই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তবে বাকি কিছু দুর্বল ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নগদ সহায়তা দিয়েছে এবং কয়েকটি ব্যাংক এখন মার্জারের আওতায় বড় ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংক নিয়ে আতঙ্কের কিছু নেই। আমানতকারীদের অর্থ নিরাপদ। আর্থিক খাতের ঘুরে দাঁড়ানো নিঃসন্দেহে ইতিবাচক ইঙ্গিত।’

অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম মনে করেন, গত ৯ মাসে অর্থনীতির নানা খাতে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে, তার সবচেয়ে বড় সুফল মিলছে আর্থিক খাতে। তিনি বলেন, ‘আইএমএফের ঋণের কিস্তি ছাড়াই রিজার্ভ ও বিনিময় হার ধরে রাখা সম্ভব হয়েছে। তাই এখন প্রশ্ন হচ্ছে—বিপজ্জনক শর্ত মেনে সেই ঋণ নেওয়ার প্রয়োজন কতটুকু?’

তিনি বলেন, ‘ডলারের বাজারভিত্তিক বিনিময় হার কার্যকর করলে তা ১৭০-১৮০ টাকা ছাড়িয়ে যেতে পারে, যা দেশের জন্য বড় ঝুঁকি। এ কারণেই বাংলাদেশ ব্যাংক এখনই সেই পথে হাঁটছে না।’

 রেমিট্যান্সে ভর করে চলতি হিসাব ঘাটতিতে বড় সাফল্য

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি ৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ৬৫৯ মিলিয়ন ডলার, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ, হুন্ডি রোধে কার্যকর উদ্যোগ এবং আমদানির তুলনায় রফতানির তুলনামূলক ভালো পারফরম্যান্স।

এই সময়ে রেমিট্যান্স এসেছে ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। মার্চ মাসেই ঈদ উপলক্ষে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রফতানি ও রেমিট্যান্স— এই দুই খাত ভালো করায় চলতি হিসাবের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’

এ প্রসঙ্গ জানতে চাইলে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রেড ও সার্ভিস অ্যাকাউন্টে ঘাটতি থাকলেও রেমিট্যান্সের কারণে সামগ্রিকভাবে কারেন্ট অ্যাকাউন্ট ইতিবাচক দিকে যাচ্ছে।’

 বাণিজ্য ঘাটতি ও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে অগ্রগতি

জুলাই-মার্চ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২ শতাংশ কম। এ সময়ে রফতানি বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ, আর আমদানি বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস বেড়ে হয়েছে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার, যা আগের বছরের ৯০১ মিলিয়ন ডলারের তুলনায় ৪০৬ মিলিয়ন ডলার বেশি। তবে বিদেশি বিনিয়োগে সামান্য মন্দাভাব রয়েছে। এফডিআই কমে দাঁড়িয়েছে ৮৬১ মিলিয়ন ডলারে। এ ছাড়া ট্রেড ক্রেডিট ঘাটতিও কমেছে।

ব্যালান্স অব পেমেন্টের সামগ্রিক ঘাটতি জুলাই-মার্চ সময়ে দাঁড়িয়েছে ১ দশমিক ০৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। তবে এই সময় ‘এরোরস অ্যান্ড অমিশন’-এর পরিমাণ ছিল প্রায় ২ বিলিয়ন ডলার, যা মূলত অনানুষ্ঠানিক লেনদেনের কারণে রেকর্ডবহির্ভূত থেকে গেছে।

ড. জাহিদ হোসেন বলেন, ‘হুন্ডির মতো অনানুষ্ঠানিক পথে অর্থ প্রেরণ এবং কঠোর নীতির কারণে বৈধ আউটফ্লো বাধাগ্রস্ত হচ্ছে। অনুমোদন ব্যবস্থায় স্বচ্ছতা আনলে এই ঘাটতি কমবে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চ মাসের শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি।

বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে আর্থিক খাতের এই শৃঙ্খলায় ফিরে আসা অর্থনীতির জন্য বড় ইতিবাচক বার্তা। তবে আত্মবিশ্বাসের সঙ্গে বাস্তবতা ও সংস্কারও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

 কমছে মূল্যস্ফীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মূল্যস্ফীতি কমছে এবং সরকারের ধারাবাহিক নীতি ও প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনে তা ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব হবে না।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘ইতোমধ্যে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও সাড়ে ১২ শতাংশ থেকে ৯ শতাংশের আশপাশে এসেছে। ধাপে ধাপে আরও কমে আসবে বলেই আমি আশাবাদী।’

 এমসিসিআই ও পিইবি’র ভাষ্য

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ বলছে, এপ্রিল মাসে দেশের অর্থনীতির সম্প্রসারণের গতি কমেছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচক ৮.৮ পয়েন্ট কমে ৫২.৯ হয়েছে— যা গত অক্টোবরের পর সর্বনিম্ন। মার্চে এ সূচক ছিল ৬১.৯। যদিও কৃষি, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা—অর্থনীতির প্রধান চারটি খাতেই সম্প্রসারণ হয়েছে, তবে গতি কিছুটা মন্থর।

কৃষি খাতে টানা সাত মাস, উৎপাদনে আট মাস, নির্মাণে পাঁচ মাস এবং পরিষেবা খাতে সাত মাস ধরে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। ভবিষ্যতে উৎপাদন ও নির্মাণ খাতে প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা থাকলেও কৃষিতে ধীরগতি থাকতে পারে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ জানিয়েছেন, পিএমআই সূচক থেকে বোঝা যাচ্ছে খাতগুলোর সম্প্রসারণ চলমান, তবে ধীর। তিনি এর পেছনে ব্যবসায়িক ছুটি, ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব ও জ্বালানি সরবরাহ সমস্যাকে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

পিএমআই সূচক ৫০-এর বেশি হলে সম্প্রসারণ, ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। গত বছরের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় সূচক ৩৬.৯-এ নেমেছিল, যা অক্টোবরের পর ধারাবাহিকভাবে বেড়ে সম্প্রসারণের ধারায় রয়েছে। এক বছর ধরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই সূচক প্রণয়ন করেছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে
রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার
রিজার্ভ আরও বাড়লো
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ