X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ঢাকায় বিদ্যুৎ পরিস্থিতি ‘স্বাভাবিক’, সিডিউল লোডশেডিং হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১১:২৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২:৫২

রাজধানীতে ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে ছিঁড়েছে বিদ্যুতের তার, ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রান্সফরমার। একইসঙ্গে বেশ কিছু উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর অনেক এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ঢাকার দুই বিতরণ কোম্পানি জানায়, সারারাত মেরামতের কাজ শেষ করে এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় এসেছে। তবে ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং মিরপুর এলাকায় তিনটা বড় গাছ পড়েছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে সেসব গাছ কাটার কাজ চলছে। সেসব এলাকায় বিকল্প উপায়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন।

রাতে রাজধানীর রামপুরা, বনশ্রী, দক্ষিণ বনশ্রী, মোহম্মদপুর, উলন, উত্তরা, মিরপুর, গুলশানসহ বেশ কিছু এলাকার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এখন কী অবস্থা জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ঝোড়ো হাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয় তারের। বহু এলাকায় গাছ পড়ে আমাদের তার ছিঁড়ে গিয়েছিল। এখন আমরা মেরামতের কাজ শেষ করেছি। বিদ্যুৎ সরবরাহ এখন স্বাভাবিক। তবে ধানমন্ডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি বড় গাছ পড়ে গেছে। সেখানে আমরা ফায়ার সার্ভিসের সাহায্য চেয়েছি। এই দুই জায়গায় বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তবে ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘সবই রিকভার করা গেছে। উপকেন্দ্রগুলো চালু হয়েছে। এখন আমরা ঢাকায় প্রায় ১ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছি। এদিকে সিডিউল অনুযায়ী লোডশেডিং কিন্তু আগের মতোই চলবে, যদিও আজ আবহাওয়া ঠান্ডা থাকায় চাহিদাও কিছুটা কম।’ 

একই জানতে চাইলে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, আমাদের উত্তরা, মিরপুর এবং গুলশানের বেশ কিছু  এলাকায় গাছ পড়ে তারের ক্ষতি হয়েছিল। বেশ কয়েকট ট্রান্সফরমার জ্বলে গেছে। রাতভর মেরামতের কাজ শেষ করে এখন সব স্বাভাবিক অবস্থায় এসেছে। বিদ্যুৎ সরবরাহ এখন স্বাভাবিক। শুধু মিরপুরে একটি এলাকায় একটি বড় গাছ পড়েছে। সেখানে গাছ কাটার কাজ চলছে। এছাড়া আদাবরে পানি ওঠায় সেখানে মেরামতের কাজে একটু দেরি হচ্ছে। 

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল