X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বকেয়া আদায়ে জ্বালানি বিভাগের কথা শুনছে না বিমান

সঞ্চিতা সীতু
০৮ এপ্রিল ২০২৩, ২১:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২২:৩৯

আলোচনার পর আলোচনা, বৈঠকের পর বৈঠক—তা-ও মন গলছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বকেয়া আদায়ে জ্বালানি বিভাগের কোনও কথাই কানে তুলছে না বিমান। এবার আরও কঠোরভাবে বকেয়া চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, গত সপ্তাহে জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে বৈঠক করেন বিপিসি এবং সংশ্লিষ্ট তেল বিতরণ কোম্পানির কর্মকর্তারা। ওই বৈঠকে বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্র জানায়, আগেও বিমানের কাছে বারবার বকেয়া চাওয়া হয়েছে। বিমান টাকা দিতে না পারলেও আলোচনা চালিয়ে গেছে। কিন্তু এখন আর এ বিষয়ে চিঠি দিলেও তার উত্তর দেয় না বিমান। যেহেতু বিমান কোনও কথাই শুনছে না, তাই বিষয়টি বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও আগেও জ্বালানি বিভাগ থেকে বেশ কয়েকবার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাতে খুব বেশি লাভ হয়নি বলেও জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বিমানের কাছে সুদে আসলে ২ হাজার ১০৮ কোটি টাকা পাওয়া যাবে। টাকা আদায়ের লক্ষ্যে সর্বশেষ গত ২৮ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি পদ্মা অয়েল কোম্পানি বকেয়া পাওনা আদায়ের বিষয়ে বিমান বাংলাদেশকে চিঠি দেয়। কিন্তু এ বিষয়ে কোনও ফলপ্রসূ সমাধান পাওয়া যাচ্ছে না বলে পদ্মা অয়েলের পক্ষ থেকে মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও বিমান বকেয়া পরিশোধ করছে না। উল্টো তাদের জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা হওয়ায় তাদের তেল সরবরাহ বন্ধ করা যাচ্ছে না।

জানতে চাইলে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, বিমান চাইছে বকেয়া এসব টাকা যেন পদ্মা অয়েল মাফ করে দেয়। কিন্তু এভাবে এক কোম্পানি আরেক কোম্পানির বকেয়া মাফ করে দিতে পারে না। আর যেহেতু তেলগুলো আমদানি করে আনতে হয়েছে, এ ক্ষেত্রে তাদের বিনিয়োগ করতে হয়েছে। এখন পুরো দায় পদ্মা অয়েলের ওপর চাপানোটাও যৌক্তিক নয় বলে জানান তিনি।

তিনি জানান, শিগগিরই এ বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা হবে। ওই সভায় বিমান বাংলাদেশ কবে নাগাদ বকেয়া পরিশোধ করবে, তা তাদের নির্দিষ্ট করে বলতে হবে। বিমান অন্যের অর্থ বকেয়া রেখে নিজেদের মুনাফা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন জ্বালানি বিভাগের এই কর্মকর্তা।

/এনএআর/
সম্পর্কিত
ঢাকা-করাচি বিমান রুটফ্লাই জিন্নাহ’র পর এবার অনুমতি পেতে যাচ্ছে ‘এয়ারসিয়াল’
সেই ক্যাপ্টেন-ফার্স্ট অফিসার-কেবিন ক্রুকে সম্মাননা
চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি, ব্যাখ্যা বিমানের
সর্বশেষ খবর
গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেফতার
গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেফতার
দেশে স্টারলিংক সংযোগে খরচ কত, প্যাকেজের দাম কেমন
দেশে স্টারলিংক সংযোগে খরচ কত, প্যাকেজের দাম কেমন
ঘরে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, সন্তানদের নিয়ে পালিয়েছে স্বামী
ঘরে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, সন্তানদের নিয়ে পালিয়েছে স্বামী
রোগী দেখে ফেরার পথে বাসের ধাক্কায় পল্লিচিকিৎসক নিহত
রোগী দেখে ফেরার পথে বাসের ধাক্কায় পল্লিচিকিৎসক নিহত
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা