X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

তেল এনে বিপাকে বিপিসি

সঞ্চিতা সীতু
২৯ ডিসেম্বর ২০২৩, ২২:০০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২২:০০

জ্বালানি তেল আনতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপিসির কাছ থেকে ফার্নেস অয়েল নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু এই প্রান্তিকে (অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর) বিপিসি তেল আমদানি করলেও তা নিচ্ছে না পিডিবি। এতে তেল সংরক্ষণের পাশাপাশি মূল্য পরিশোধেও বিপিসিকে বিপদে পড়তে হচ্ছে।

সাধারণত বছরে বিদ্যুৎ উৎপাদনে বিপিসি ৪৩ হাজার থেকে ৪৩ হাজার ৫০০ মিলিয়ন মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানি করে। এই প্রান্তিকে প্রায় ১৭ মিলিয়ন মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানি করা হয়। যার পুরোটাই সরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা হয়েছে।

গ্রীষ্মে ১৬ থেকে ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়ে। কিন্তু এখন দিনের বেলায় বিদ্যুতের চাহিদা ৯ হাজার এবং রাতের বেলায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াটের মধ্যে আছে, যাতে করে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র খুব একটা চালানোর প্রয়োজন পড়ছে না। এমনকি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও কমানো হয়েছে।

পাশাপাশি দেশের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে পূর্ণ ক্ষমতায় চালানো হচ্ছে না। ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ মেগাওয়াট লোডে এসব বিদ্যুৎকেন্দ্র চলছে, যেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সর্বোচ্চ সাড়ে ৬ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

এদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৮ হাজার মেগাওয়াটের ওপরে। কিন্তু সেখানে উৎপাদন করা হচ্ছে ৪ হাজার মেগাওয়াট।

সম্প্রতি জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে বিপিসির পরিচালক (বিপণন)  অনুপম বড়ুয়া জানান, তেল আমদানি করে বিপিসি বিপাকে পড়েছে। বার বার বলার পরেও পিডিবি তেল নিতে সম্মত হচ্ছে না। বৈঠকে জ্বালানি সচিব নুরুল আলম পিডিবিকে তেল নেওয়ার জন্য চিঠি দেওয়ার নির্দেশ দেন বিপিসিকে।

জানতে চাইলে বিপিসির এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো নিজেদের জন্য ফার্নেস অয়েল আমদানি করলেও পিডিবিকে সব ফার্নেস অয়েল আমরা সরবরাহ করি। এজন্য প্রতি তিন মাস পর পর পিডিবি আমাদের তেলের চাহিদা দেয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। তারা আমাদের এবার তেল আমদানির যে চাহিদা দিয়েছিল তার ভিত্তিতে আমরা তেল আমদানি করেছি। এতে বিপিসির বিপুল পরিমাণ অর্থ আটকে গেছে।

পিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শীত মৌসুমে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চাহিদা না থাকলেও আসন্ন সেচ মৌসুমে চাহিদা বেড়ে যায়। সে সময় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানির চাহিদা বাড়ে। সে সময় আমাদের তেলের চাহিদাও বাড়বে।

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় জানানো হয়, আসন্ন ২০২৪ সালে সেচ মৌসুমে বিদ্যুতের সামগ্রিক চাহিদা ১৭ হাজার ৮০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সেচ মৌসুমের এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট। এ হিসেবে চাহিদা বেড়েছে ১ হাজার ৮ মেগাওয়াট।

এ চাহিদা পূরণে গ্যাসের চাহিদা ধরা হয়েছে ১ হাজার ৭৬০ মিলিয়ন ঘনফুট, ফার্নেস অয়েলের চাহিদা ১ লাখ ৫৪ হাজার ৯৫০ মেট্রিক টন এবং ডিজেলের চাহিদা ১৫ হাজার ৬০০ মেট্রিন টন। সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস, ফার্নেস অয়েল ও ডিজেল সরবরাহ বাড়ানো প্রয়োজন বলে সভায় জানানো হয়।

জ্বালানি বিভাগ থেকে জানানো হয়, ফার্নেস অয়েল ও ডিজেলের কোনও ঘাটতি নাই এবং চাহিদা মোতাবেক সরবরাহ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
উৎপাদনে আদানির দুটি ইউনিটই, আসছে প্রায় ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
‘রমজানে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে’
বিশ্বে তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন
সর্বশেষ খবর
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
ছাত্রলীগ কর্মীকে পা দিয়ে চেপে ধরে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীকে পা দিয়ে চেপে ধরে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ