X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনার উপসর্গ নিয়ে বিয়ের পরদিনই বরের মৃত্যু

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ১৫:২৫আপডেট : ৩০ জুন ২০২০, ১৭:৪৭

বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। এরমধ্যেই রীতিমতো আয়োজন করে বিয়ে করেন ভারতের বিহারের এক ব্যক্তি। ভালোয় ভালোয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পরদিনই মারা যান বর। একইসঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া আরও ৮৯ জনের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। করোনার উপসর্গ নিয়ে বিয়ের পরদিনই বরের মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনার পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৮৯ জনের ফল পজিটিভ এসেছে। ৩১ জন আগে থেকেই আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বাকিরা বিয়ের অনুষ্ঠান থেকেই আক্রান্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বর মারা যায়। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাদেরও টেস্ট করা হয়।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি (বর) বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছু দিনের জন্যে দিল্লি গিয়েছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছু দিন কোয়ারেন্টিনে ছিলেন। তখন তার মধ্যে সেভাবে কোনও লক্ষণই দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে, যদিও তিনি তা উপেক্ষা করেন।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা আক্রান্ত হন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’