X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মৃত নবজাতককে নদীর ধারে ফেলে যাওয়ায় মাসহ আটক ২

খুলনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ০১:০৭আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০১:১১

খুলনা

দাফন না করে একটি মৃত নবজাতককে নদীর ধারে ফেলে যাওয়ার ঘটনায় সম্পৃক্ত থাকায় শিশুটির মা সালমা ও তার সহযোগীকে আটক করেছে র‍্যাব-৬। খুলনার রূপসা ফেরিঘাট এলাকায় সোমবার ভোরে শিশুটিকে ফেলে যাওয়ার পর দুপুরে তাদের আটক করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির মোল্লা জানান, গর্ভে থাকা অবস্থায় এই শিশুকে অপারেশনের মাধ্যমে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, সোমবার (২৩ নভেম্বর) সকালে রূপসা থানাধীন রূপসা ফেরিঘাট সংলগ্ন চর রূপসা গ্রামে জনৈক বাবুর চায়ের দোকানের পাশে নদীর পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যা শিশুর লাশ পাওয়া যায়। নবজাতকের মরদেহ কারা ফেলে গেছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এ তথ্য জানার সঙ্গে সঙ্গে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি খুলনার একটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং নবজাতকটির লাশ দেখে এই ঘটনার সাথে নবজাতকের মা সম্পৃক্ত বলে সন্দেহ করা হয়। এরপর ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব -৬। এক পর্যায়ে অপরাধীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় এবং তাদের গ্রেফতারে জোরদার অভিযান শুরু করে।

তিনি বলেন, অভিযানের এক পর্যায়ে জানা যায়, মৃত নবজাতক কন্যা শিশুর মা ও তার সহযোগী রূপসা থানাধীন বাগমারা গ্রামে হায়দার মাষ্টার এর ভাড়াটিয়া ময়না বেগম এর বাসায় অবস্থান করছে। এরপর আভিযানিক দলটি সোমবার বেলা ২টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় নবজাতক কন্যা শিশুর মা মোছা. সালমা বেগম (২২) এবং তার সহযোগী পুস্প বেগম ওরফে লিপি (৪০) কে আটক করে।

তবে রূপসা থানার ওসির ধারণার সঙ্গে মেলেনি মৃত শিশুটির মায়ের বক্তব্য।

আটক সালমা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গত রবিবার দিনগত রাত ২টার দিকে তার নিজ বাড়িতে মাতৃত্বকালীন প্রসব ব্যথ্যা শুরু হলে নবজাতক কন্যা শিশুটি ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে তার প্রতিবেশী খালা পুষ্প বেগম এর সহযোগিতায় নবজাতক কন্যা শিশুটিকে রূপসা ফেরিঘাট সংলগ্ন চর রূপসা গ্রামের জনৈক বাবুর চায়ের দোকানের পাশে নদীর পাড়ে ফেলে আসে।

আটককৃতদের রূপসা থানায় হস্তান্তর করাসহ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা জড়িত কিনা তা নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক