X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষকদের নপুংসক করার খসড়া আইনের অনুমোদন পাকিস্তানে

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ২২:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১২:২৫
image

ক্রমে বাড়তে থাকা ধর্ষণের ঘটনা রোধে কঠোর শাস্তির বিধান করতে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। এতে ধর্ষণের সংজ্ঞায় বদল আনার পাশাপাশি শাস্তি হিসেবে যুক্ত হয়েছে রাসায়নিকভাবে নপুংসক করে দেওয়া এবং মৃত্যুদণ্ডের বিধান। ধর্ষণবিরোধী দুটি মৌলিক আইনে সংশোধনী এনে এসব বিধান যুক্ত করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া সংশোধনী অনুমোদন করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাকিস্তানে জোরালো হয়েছে ধর্ষণবিরোধী প্রতিবাদ

২০১৮ সালের জানুয়ারিতে পাকিস্তানের লাহোরে সাত বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ ও হত্যা এবং সম্প্রতি লাহোরের রাজপথে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা দেশটিতে আলোড়ন তোলে। দাবি ওঠে যৌন নিপীড়নের শাস্তির কঠোরতা বাড়ানোর। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর পাঞ্জাব প্রদেশের একটি সড়কে ডাকাতির সময় এক নারীকে তার সন্তানদের সামনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাকিস্তান জুড়ে বিপুল প্রতিবাদ হয়েছে।

এসব ঘটনার জেরে মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে ধর্ষণবিরোধী (তদন্ত ও বিচার) অর্ডিন্যান্স ২০২০ এবং পাকিস্তান পেনাল কোড (সংশোধনী) অর্ডিন্যান্স ২০২০। এসব সংশোধনী অনুমোদনকে বড় সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ধর্ষণের সংজ্ঞায় বদল এনে এতে ‘তৃতীয় লিঙ্গ’ এবং ‘সংঘবদ্ধ ধর্ষণ’ যোগ করা হয়েছে। খসড়া এই আইনে নিষিদ্ধ করা হয়েছে চিকিৎসকদের বিতর্কিত ‘দুই আঙুল’ পরীক্ষা।

মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য মন্ত্রী শিবলী ফারাজ বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ধর্ষণবিরোধী অর্ডিন্যান্স অনুমোদন করেছে যাতে ধর্ষণের মৌলিক সংজ্ঞা বদল করা হয়েছে এবং সংঘব্ধ ধর্ষণের কঠোর শাস্তি ও মৃত্যুদণ্ডের পরামর্শ দেওয়া হয়েছে।’ এক সপ্তাহের মধ্যে এসব অর্ডিন্যান্স চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী ড. শিরীন মাজারি এক টুইট বার্তায় জানান, এবার বৈধ মামলা নিষ্পত্তিকরণ বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিএলসি) এসব অর্ডিন্যান্স চূড়ান্ত করবে এবং আগামী কয়েক দিনের মধ্যে এটি কার্যকর হবে। তিনি জানান, সংশোধনীর মাধ্যমে ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারণের পাশাপাশি বিশেষ আদালত, অ্যান্টি-রেপ ক্রাইসিস সেল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এছাড়া ঘটনার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের সুরক্ষার নিশ্চয়তা রাখা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে দুই আঙুল পরীক্ষা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ