X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে’

রাঙামাটি প্রতিনিধি
১১ জুন ২০১৭, ১৬:৩৪আপডেট : ১১ জুন ২০১৭, ১৭:২৮

রাঙামাটিতে দুই দিনব্যাপী এক সম্মেলনে সন্তু লারমাসহ অন্যান্যরা (ছবি- রাঙামাটি প্রতিনিধি)

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের দীর্ঘসূত্রিতা অশান্তি সৃষ্টি করছে। সরকারের ওপর চাপ সৃষ্টি করতে না পারলে এ চুক্তি আর বাস্তবায়নও হবে না।’

রবিবার (১১ জুন) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও নারী হেডম্যান-কার্বারি নেটওয়ার্কের আয়োজনে দুই দিনব্যাপী সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামীকাল (সোমবার) এ সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

সন্তু লারমা বলেন, ‘আমাদের জীবনে বিপর্যয়ের পর বিপর্যয় আসছে। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ১৯ বছর পার হয়ে গেছে। কিন্তু এ চুক্তি বাস্তবায়িত হচ্ছে না। চুক্তিটি বাস্তবায়িত হবে বলে আমি আর বিশ্বাসও করতে পারি না।’

সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন চাকমা সার্কেলের চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা, ইউএনডিপির জেন্ডার অ্যান্ড লোকাল কনফিডেন্স বিল্ডিং ক্লাস্টারের টিম লিডার ঝুমা দেওয়ান।

চাকমা সার্কেলের চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ‘সহিংস ঘটনা চলছে। গতকাল (শনিবার) আগুনে পুড়ে যাওয়া প্রতিটা ঘর আমি দেখেছি। লংগদুর যুবলীগ নেতা নয়নের স্ত্রী ও তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি দুটো ঘটনারই নিন্দা জানাই। দুই ঘটনারই আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি জানি না, নয়ন হত্যার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রকৃত আসামি কিনা। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, এটা আমরা কেউই চাই না। রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে আলবেনিজ
কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে আলবেনিজ
এমপি আনারের নিখোঁজের ঘটনায় বাংলাদেশ ও ভারতের থানায় জিডি
এমপি আনারের নিখোঁজের ঘটনায় বাংলাদেশ ও ভারতের থানায় জিডি
এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার
এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার
তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে, ১১ জেলায় তাপপ্রবাহ
তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে, ১১ জেলায় তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র