X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিনাভোটে মসিকের প্রথম মেয়র আ.লীগের টিটু

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ২০:৫৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:০৫

ইকরামুল হক টিটু আর কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটু। নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করায় বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় লিখিত আকারে মসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটুর নির্বাচিত হয়ার বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা জানান, ‘ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে তিন জনের প্রার্থিতা বাতিল হয়। বৈধ প্রার্থী ছিলেন দুই জন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার শেষ দিন বুধবার জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে। ইকরামুল হক টিটুকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হলেও আগামী ৫ মে নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাকে সরকারিভাবে গেজেট প্রকাশের মাধ্যমে মেয়র ঘোষণা করা হবে।’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু

নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ২০১১ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। পরে নবগঠিত সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত হন।

মেয়র ইকরামুল হক টিটু বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রথমবারের মতো সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ময়মনসিংহ সিটি করপোরেশনের সব নাগরিককে শুভেচ্ছা জানাই। দলমত নির্বিশেষে সবার মতামতের গুরুত্ব দিয়ে ময়মনসিংহকে বিশ্বমানের আধুনিক একটি নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’

উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন শুধু কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হবে। ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থীরা ভোটযুদ্ধে অংশ নেবেন। মোট ১২৭টি কেন্দ্রের প্রতিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ