X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ঈদ উপলক্ষে শিমুলিয়া ঘাটে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১৮:১৭আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:০১

লৌহজং উপজেলার বিশেষ আইনশৃঙ্খলা সভা আসন্ন ঈদুল ফিতরে শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণ বঙ্গের ২১ জেলার যাত্রীদের চলাচল নির্বিঘ্ন  করতে বিশেষ কতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৩ মে) আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিকদের জেল-জরিমানার হুঁশিয়ারী দিয়েছেন জেলা ও পুলিশ প্রশাসন।

সোমবার (১৩ মে) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিশেষ এ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা সভাপতিত্ব করেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম জানান, ‘ঈদ উপলক্ষে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে। ঈদ উপলক্ষে শিমুলিয়া ঘাট থেকে ঢাকার বাস ভাড়া ১০০ টাকা এবং শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট পর্যন্ত স্পিডবোট ভাড়া ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। নৌরুটে ৮৭টি লঞ্চ, ১৭টি ফেরি ও দুই ঘাট মিলিয়ে ৫৪০টি স্পিডবোট চলাচল করবে। সন্ধ্যার পর স্পিডবোট ছাড়া হবে না। লাইফ জ্যাকেট ও ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে স্পিডবোট ঘাট ছাড়বে। চার জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘাট এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। আসন্ন ঈদে শিমুলিয়া ঘাটে যাত্রীদের দুর্ভোগের কোনও আশঙ্কা নেই।’

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ‘চারশতাধিক পুলিশ সদস্য শিমুলিয়া ঘাটে নিয়োজিত থাকবে। ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম, প্রাথমিক চিকিৎসা রুম ইত্যাদি স্থাপন করা হবে। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘাট এলাকার নিরাপত্তা জোরদার করা হবে। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা মালিকদের জেল-জরিমানা করা হবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঈদে বাড়ি যেতে পারেন সেজন্য ঘাট এলাকায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা শাহীন, লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার ৩ উপজেলায় জিতলেন যারা
সাতক্ষীরার ৩ উপজেলায় জিতলেন যারা
ময়মনসিংহেও ৪ গোল করতে চান দিয়াবাতে!
ময়মনসিংহেও ৪ গোল করতে চান দিয়াবাতে!
প্রথমবারই বাজিমাত মন্ত্রীর শ্যালকের, পাত্তা পাননি সাবেক মন্ত্রীর ভাই
প্রথমবারই বাজিমাত মন্ত্রীর শ্যালকের, পাত্তা পাননি সাবেক মন্ত্রীর ভাই
তরুণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় আনতে হবে: যুব ও ক্রীড়া মন্ত্রী
তরুণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় আনতে হবে: যুব ও ক্রীড়া মন্ত্রী
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র