X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ময়মনসিংহেও ৪ গোল করতে চান দিয়াবাতে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ২৩:০৪আপডেট : ২১ মে ২০২৪, ২৩:০৪

কুমিল্লাতে আবাহনীর বিপক্ষে চার গোল করে আলোড়ন তুলেছিলেন মোহামেডানের মালি স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে। দারুণ এক উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছিল দুই দল। ১২০ মিনিটের ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে সাদা-কালোরা ৪-২ গোলে জিতে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে বুধবার ময়মনসিংহে শক্তিধর বসুন্ধরা কিংসকে হারাতে চায় মোহামেডান। আগের আসরের ফাইনালে চার গোল করা দিয়াবাতে প্রয়োজনে কালও একের পর এক লক্ষ্যভেদ করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে চাইছেন।

ফাইনাল নিয়ে আশাব্যঞ্জক কথা শোনালেন মোহামেডানের অন্যতম তারকা দিয়াবাতে, ‘হ্যাঁ, এটা ফুটবল। আমাদেরও ভালো দিন আছে, ভালো খেলোয়াড়ও। এখানে যে কোনও কিছু হতে পারে। আমরা শতভাগ দিবো ইনশাআল্লাহ। ফাইনালে আমাদের খেলতে ভালো লাগে, শেষবার আমরা ফাইনাল জিতেছিলাম। ইনশাআল্লাহ, এবারও আমরা এই ফাইনাল জেতার চেষ্টা করবো।’

আগের ফাইনালে চার গোলের কথা মনে করিয়ে দিতেই দিয়াবাতের সোজাসাপ্টা কথা, ‘গত বছর কখনও ভাবিনি যে আমি চার গোল করতে পারবো। যেটা বললাম, এটাই ফুটবল। এই বছরও আমি আমার সেরাটা চেষ্টা করেছি। যে কোনও দলের হয়ে আমি গোলের চেষ্টা করি, একটি, দুটি, তিনটি কিংবা আরও বেশি। যদি সেটা হয় তো আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। সব খেলোয়াড় ভালো অবস্থায় আছে, কোনও ইনজুরি নেই। মানসিকভাবেও সবাই দারুণ, আলহামদুলিল্লাহ। আমরা জেতার জন্যই লড়বো ইনশাআল্লাহ।’

তবে মোজাফফরভ-দিয়াবাতেদের সঙ্গে লড়াই হবে রবিনিয়ো-মিগেল-দোরিয়েলতনদের। এই ব্রাজিলিয়ানত্রয়ী যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা আগেই প্রমাণিত হয়েছে। লিগের শেষ ম্যাচে তো সাদা-কালোরা সুবিধা করতে পারেনি। তাই দিয়াবাতে-মোজাফফরভদের সঙ্গে তিন ব্রাজিলিয়ানের লড়াইটা জম্পেশ হওয়ার ইঙ্গিত মিলছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
বৃষ্টিতে মোহামেডানের ম্যাচ স্থগিত, রাকিব পেলেন চার গোল
‘১৮ বছরের ক্যারিয়ারে এভাবে মারধর খাইনি’
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
সর্বশেষ খবর
জুলাই শহীদের স্ত্রীর নামেও হত্যা মামলা
এক বছর কেউ মনে রাখেনি, গণসংহতির সভায় শহীদ পরিবারজুলাই শহীদের স্ত্রীর নামেও হত্যা মামলা
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত