কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া কামাল। জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করেছেন তিনি। বর্তমান চেয়ারম্যানকে হারিয়েছেন বড় ব্যবধানে। আর সদর দক্ষিণ উপজেলায় হেরেছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার। এই উপজেলায় তিনি তৃতীয় হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) নির্বাচনের পর রাতে বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম।
জানা গেছে, বরুড়া উপজেলায় হামিদ লতিফ ভূঁইয়া কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৯২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এন এম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৪ ভোট।
সদর দক্ষিণ উপজেলায় আবদুল হাই বাবলু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন পেয়েছেন আনারস প্রতীকে ১৪ হাজার ৭৯০ ভোট। তৃতীয় হয়েছেন গোলাম সারোয়ার। তিনি কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩১৪ ভোট।