X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘দিদি’ ডাকায় ব্যবসায়ীর মাছের ঝুড়িতে লাথি মারলেন এসিল্যান্ড

সিলেট প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৮:৩৬আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০৭

সিলেট

ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব বাজার ডাকবাংলোর সামনে লাথি দিয়ে ব্যবসায়ীর মাছের ঝুড়ি ড্রেনে ফেলে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার। রবিবার সকালে এ ঘটনা ঘটে এবং সোমবার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে উপস্থাপন করা হয়।

বুধবার (১৫ মে) ফেঞ্চুগঞ্জ উপজেলার ওসি আবুল বাশার মো. বদিউজ্জামান বলেন, ‘কমিটির একজন সদস্য হিসেবে আমি বৈঠকে উপস্থিত ছিলাম। এই ঘটনা প্রসঙ্গে অভিযোগ তুলেছিলেন ইউপি চেয়ারম্যান, শুনেছি।’ তবে এ বিষয়ে আর কোনও কথা বলতে রাজি হননি তিনি। 

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী লায়েক আহমেদ বলেন, “উপজেলার পূর্ববাজার ডাকবাংলোর সামনে বাজার বসানোর নিয়ম না থাকলেও ব্যবসায়ীরা আগে থেকেই সকালে ওখানে মাছ বিক্রি করে আসছিলেন। রবিবার সকাল ১০টার দিকে এসিল্যান্ড ডাকবাংলোর সামনে বসানো মাছের বাজার সরাতে বলেন। সে সময় তাকে বলি—‘সরাচ্ছি দিদি।’ এরপরই তিনি ক্ষেপে যান। তিনি বলেন, ‘দিদি বললি কেন।’ এরপর ইংরেজিতে গালি দেন এবং মাছের ঝুড়িতে লাথি দেন। ঝুড়িটি তখন পাশের ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় অন্য মাছ ব্যবসায়ী সবাই ক্ষুব্ধ হন। পরের দিন ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে অভিযোগ করেন হাছান মিয়া। ১ নম্বর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদোজ্জাও এ ব্যাপারটি উপস্থাপন করেছেন।’’ 

এ বিষয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী হাছান মিয়া জানান, ‘তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে জানানো হয়েছে। এই ঘটনার জন্য কোনও ব্যবস্থা নেওয়া না হলে শুক্রবার দুপুর ২টায় সদর বাজারের সামনে মানববন্ধন করবেন মাছ ব্যবসায়ীরা।’

এই ঘটনার পর এসিল্যান্ড সঞ্চিতা কর্মকার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনাটি ঠিক হয়নি। আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করবো।’ তবে এরপর তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ বিষয়ে জানার জন্য বুধবার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ ব্যাপারে জানতে চাইলে ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনশৃঙ্খলা সভায় ১ নম্বর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদোজ্জা মৎস্য ব্যবসায়ীকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করলে এসিল্যান্ড এ বিষয়ে সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া এসব বিষয়ে কেউই আমার কাছে কোনও অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ করতেন, তাহলে আমি যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতাম।’  

 

 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট