X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

জামালপুরে বন্যার পানি কমছে, ট্রেন চলাচল শুরু

জামালপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ২০:০১আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:১৬

জামালপুরে বন্যার পানি কমছে, ট্রেন চলাচল শুরু

জামালপুরে বন্যার পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। সোমবার (২২ জুলাই) বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৩৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নবকুমার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো.শাহাবুদ্দিন বলেন, ‘রেললাইন থেকে বন্যা পানি নেমে যাওয়ায় সোমবার থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ পথে ইসলামপুর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে এখনও বন্যার পানি থাকায় ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত  রেললাইনের বিভিন্ন স্থানে পানি থাকায় ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে।

তবে গত ১০ দিনব্যাপী পানিবন্দি মানুষদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, বন্যা দুর্গতদের জন্য ৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে দশ হাজার ৮৪০টি পরিবার আশ্রয় নিয়েছে।

এদিকে, দুপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখ শিমলা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে শারমিন আক্তার (১২) পানিতে গোসল করতে নেমে মারা যায়। একই উপজেলার সাপধরী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল আকন্দের ৩ বছরের শিশু কন্যা ময়ছন বেগম বন্যার পানিতে ডুবে মারা গেছে বলেও জানা গেছে।

যমুনা পশ্চিমঞ্চলের বন্যার্তদের বাড়ি-ঘর এখনও ৩ থেকে ৬ ফুট পর্যন্ত পানির নিচে। সেখানে রান্না করার উপায় নেই ও গবাদি পশু খাদ্যে সংকট। এবারের বন্যায় ৬২টি ইউনিয়ন ও ৭টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল