X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধু প্রযুক্তিতে ক্লাস পরীক্ষা বর্জন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৫১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৪

শিক্ষার্থীদের প্রতিবাদ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে পরীক্ষার হলে শিক্ষার্থীরা উপস্থিত না হলেও যথা সময়ে পরীক্ষক শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে খাতা ও প্রশ্ন যথা স্থানে রেখে দিয়েছেন। চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়ের এর পদত্যাগের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন বিভাগটির শিক্ষার্থীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নিজ বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা আবদুল্লাহ আল জোবায়েরের বিরুদ্ধে অকারণে কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার্থীদের বাক-স্বাধীনতা হরণ, মানসিকভাবে হয়রানি, ব্যক্তিগত আক্রোশ থেকে পরীক্ষার ফলাফলের উপর প্রভাব, ল্যাব প্রতিষ্ঠায় ব্যর্থতা, নৈতিক স্খলনসহ মোট আটটি অভিযোগ তুলে ধরেন।

বিজিই তৃতীয় বর্ষের ছাত্র মানস তালুকদার জানান, ‘তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে বিভাগের চেয়ারম্যান থাকার যোগ্যতা হারিয়েছেন। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।’

অভিযোগের প্রসঙ্গে শিক্ষক আব্দুল্লাহ আল জোবায়ের বলেন, ‘বিভিন্ন সময়ে যৌক্তিক কারণে সতর্ক করার উদ্দেশ্যে আমরা শিক্ষার্থীদের শোকজ নোটিশ দিয়েছি। তবে এখন পর্যন্ত শোকজ নোটিশের পরিপ্রেক্ষিতে কাউকে শাস্তি দেওয়া হয়নি।’

ল্যাবের বিষয়ে আব্দুল্লাহ আল জোবায়ের জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয়টি নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় কিছু সীমাবদ্ধতার কারণে ইচ্ছে থাকা সত্বেও অনেক কাজ করা সম্ভব হয়নি। তবে আমরা সর্বদা চেষ্টা করেছি, শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার।’

ফলের ওপর প্রভাবের বিষয়ে তিনি বলেন, ‘একটি উত্তরপত্র দুজন শিক্ষক মূল্যায়ন করেন। দুজনের দেওয়া নম্বরে অতিরিক্ত পার্থক্য থাকলে সেটি তৃতীয় শিক্ষকের কাছে পাঠানো হয়, তাই কোনও শিক্ষকের পক্ষেই ফল প্রভাবিত করা সম্ভব নয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জানিয়েছেন, ‘আমরা বিজিই শিক্ষার্থীদের অভিযোগগুলো সম্পর্কে জানতে পেরেছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ তিন জন নিহত, আহত ৩০
সর্বশেষ খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ