X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে অভিনব পদ্ধতিতে কেনা-বেচা বউবাজারে

যশোর প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৭:১৪আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৭:১৪

বৃত্তের মধ্যে থেকে পণ্য কিনছেন ক্রেতারা যশোর শহরের বারান্দীপাড়া বউবাজারে পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদের জন্য নির্দিষ্ট দূরত্বে বৃত্ত তৈরি করে দেওয়া হয়েছে। ক্রেতারা ওই বৃত্তের মধ্যে থেকেই প্রয়োজনীয় পণ্য কিনছেন। পাশাপাশি সব দোকানি মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই অভিনব পদ্ধতিতে কেনা-বেচা চলছে বউবাজারে।

 করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের সব দোকানপাট বন্ধ হলেও খোলা রয়েছে কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান। এ অবস্থায় এক মিটার দূরত্ব বজায় রাখতে এই পদ্ধতি অবলম্বন করে বউবাজারে বাজার করছেন যশোরের বারান্দীপাড়ার ক্রেতারা। দোকানের সামনে বৃত্ত এঁকে দিয়ে সেখানে অবস্থান করে কেনাকাটা করতে বাধ্য করা হচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতা ও ক্রেতাদের নিজেদের মধ্যেও দূরত্ব বজায় থাকছে।

 স্থানীয় উদয়ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বাজারের দোকানগুলোর সামনে এক মিটার দূরত্বে বৃত্ত এঁকে দিয়েছেন। ওই বৃত্তের বাইরে থাকলে পণ্য দিচ্ছেন না দোকানিরা। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে এই পদ্ধতি চালু করা হয়েছে।

  ক্রেতাদের জন্য আঁকা বৃত্ত উদয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শামীম আহমেদ এ বিষয়ে বলেন, ‌'সামাজিক দূরত্ব বজায় রাখতে বুধবার (২৫ মার্চ) রাতে বাজারে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। এই এলাকার বাড়ির বউরা এখানে বেশি বাজার করেন। তারা খুব বেশি সচেতন নন। যে কারণে বৃত্তের মধ্যে থেকে বাজার করতে বাধ্য করা হয়েছে।'

 শামীম আহমেদ আরও বলেন, ‌'দোকানিদের বলে দেওয়া হয়েছে বৃত্তের মধ্যে না থাকলে পণ্য বিক্রি না করতে। দোকানিরা নিরাপদ থাকার স্বার্থে আমাদের কথা শুনেছেন। এছাড়া দোকানিদের মধ্যে বিনামূল্যে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে।'

 জালাল উদ্দিন নামে এক দোকানি বলেন, ‌'এলাকার ছেলেরা খুব ভালো উদ্যোগ নিয়েছে। দোকানে একাধিক লোক এলে তাদের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে পর্যায়ক্রমে পণ্য নিতে অনুরোধ করছি। সবাই তা মেনেই পণ্য কিনছেন।'

 বাজার করতে আসা কয়েকজন ক্রেতা জানান, ‌সকালে এসে বৃত্ত আঁকা দেখেছেন। দোকানিরা বলেছে বৃত্তের মধ্যে দাঁড়িয়ে একে একে বাজার করতে হবে। এটি খুব ভালো উদ্যোগ। তাছাড়া বাজারে প্রচুর লোক। কে করোনা ভাইরাস বহন করছে তা জানা নেই।

 স্থানীয় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম শাকিল বলেন, 'এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সব বাজারে এমন পদ্ধতি গ্রহণ করা হলে তা আমাদের সবার জন্যই মঙ্গল।'

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস