X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মামলা তুলে না নেওয়ায় আইনজীবীর ভাইকে কোপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৬:৩২আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৬:৩২

নারায়ণগঞ্জ

মামলা তুলে না নেওয়ায় সুপ্রিমকোর্টের একজন আইনজীবীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। সেময়য় আইনজীবীকে না পেয়ে তার বড় ভাই সোলায়মানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে তারা। রবিবার বিকালে জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে এই ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আইনজীবী খন্দকার মোহাম্মদ মিকাইল বাদী হয়ে ১১ জনকে আসামি করে এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ নামধারী রিয়েল মোল্লা, ফয়সাল, মহিউদ্দিন, শাহাবউদ্দিন, সালাউদ্দিন, সাব্বির ফারুক, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর কলতাপাড়া গ্রামের গোলজার, শাহীন, সোহরাবসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পেরাব এলাকায় রবিবার সকালে আইনজীবী মিকাইলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দেয়। পরবর্তীতে বিকালে তার বাড়িতে হামলা করে। এসময় তাকে না পেয়ে তার বড় ভাই খন্দকার সোলায়মানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতের স্ত্রী মাহবুবুকেও মারধর করে হামলাকারীরা।

আইনজীবী খন্দকার মিকাইলের বলেন, 'অভিযোগ, ৭ মার্চ আমার পুকুরের মাটি তাদের ইটভাটায় বিক্রি না করার জের ধরে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আমার উপর গুলি চালানো হয়। এই ঘটনায় আমি মামলা দায়ের করি। মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দেয় তারা। পরে আমার বাড়িতে হামলা করে আমার ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।'

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, 'হামলার ঘটনায় আইনজীবী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি