X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কেসিসির সড়ক ও ড্রেন সংস্কার: ৩৬ কোটি টাকার কাজে স্থবিরতা

খুলনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৭:৫৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৭:৫৪







ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কারের একটি প্রকল্পের কাজ খুলনা মহানগরীতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কারের তিনটি প্রকল্পের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নির্ধারিত সময় শেষ হলেও এই প্রকল্পগুলোর কাজ শেষ হয়নি। করোনাভাইরাস আতঙ্কে শ্রমিক ও কাঁচামাল সংকটসহ ছয়টি কারণ দেখিয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

কিন্তু স্থানীয়রা বলছেন, সঠিক তদারকির অভাবে এই কাজে ধীরগতি দেখা গেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে মহানগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে।

জানা গেছে, মহানগরীর কেডিএ অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ পাঁচটি সড়ক সংস্কার ও ড্রেন পুর্নর্নিমাণের জন্য ৩৬ কোটি টাকা অনুদান দেয় বিশ্ব ব্যাংক। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়। ইতোমধ্যে কাজ শুরু হয়ে ৫০ থেকে ৮০ ভাগ কাজ শেষও হয়েছে। এর মধ্যেই ৩০ মার্চ মেয়াদ শেষ হয়েছে প্রকল্পের। কিন্তু কাজ শেষ না হওয়ায় কর্তৃপক্ষ সব কাজের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে। তবে সম্প্রতি করোনার কারণে সব কাজ স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৫ মার্চ এক প্রেস বার্তায় জানানো হয়, করোনা ভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটির সময়ে নিজ গৃহে থাকতে বলেছে সবাইকে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে রাস্তায় মাইকিং করা হয়েছে। এমন পরিস্থিতিতে কেসিসি এলাকায় চলমান সব নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। ২৫ মার্চ দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কেসিসির প্রধান

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু