X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

২০ টাকার বিরোধে যুবলীগ নেতার চারটি আঙুল কাটলো ছাত্রলীগ সদস্যরা!

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় মাত্র ২০ টাকার বিরোধে এক যুবলীগ নেতা হাতের চারটি আঙুল হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মুজাহিদুর রহমান অন্তু নামের ওই যুবলীগ নেতার হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগের নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

আহত যুবলীগ নেতা মুজাহিদুর রহমান অন্তু সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ-সম্পাদক ও ইটাগাছা এলাকার আবুল হাসানের ছেলে। গত ‍বুধবার তার আঙুল কেটে নেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে অন্তুর বাবা আবুল হাসান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

আবুল হাসান জানান, ‘গত ১৬ সেপ্টেম্বর সকালে বাকাঁল এলাকায় অবস্থিত রোজ মার্কেটের এক চায়ের দোকানের বিল পরিশোধের জন্য আমার ছেলে মুজাহিদুর রহমান অন্তুর কাছ থেকে ২০ টাকা নেয় ইটাগাছা এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হোসেন, একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ-সম্পাদক জাহিদ হোসেন এবং পুরাতন সাতক্ষীরার বাবু তালুকদারের ছেলে সোহেল রানা। তাদের দাবি করা ২০ টাকা দেওয়ার পরেও ছাত্রলীগের নাহিদ হোসেন, জাহিদ হোসেন ও সোহেল রানার সঙ্গে আমার ছেলের কথা কাটাকাটি হয়। ঘটনার দিন দুপুরে অন্তু শহরের উদ্দেশে রওনা দিলে ছাত্রলীগের নাহিদ, জাহিদ, রানাসহ অজ্ঞাত চার-পাঁচ জন ব্যক্তি ধারালো অস্ত্রহাতে তার পথরোধ করে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে।’

‘একপর্যায়ে তারা ধারালো অস্ত্রের আঘাতে অন্তুর বাম হাতের চারটি আঙুল কেটে ফেলে। এসময় অন্তুর চিৎকারে তার স্ত্রী সানজিদা খাতুন ছুটে এলে তারা তাকেও মারপিট করতে থাকে। তবে স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে ছাত্রলীগের নাহিদসহ তার কিশোর গ্যাঙের সদস্যরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্তুকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেন। তবে হাত থেকে আঙুলের হাড় পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।’

এসময় তিনি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, ‘আমার স্ত্রী’র অসুস্থতার কারণে আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়টি শুনেছি। সাতক্ষীরা ফিরে এই ব্যাপারে ব্যবস্থা নেবো।’

বর্তমানে জেলায় যুবলীগ ও ছাত্রলীগের কোনও কমিটি নেই। যুবলীগের আহ্বায়ক কমিটি থাকলেও আহ্বাবায়ক নিজেই বহিষ্কৃত। তবে স্থানীয় পর্যায়ের অন্য কমিটিগুলো আছে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম নান্টু বলেন, ‘এদের বাড়ি একই এলাকায়। পুরনো বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে।’   

এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, যুবলীগ নেতার বাম হাতের আঙুল কেটে নেওয়ার ঘটনায় একটি এজাহার দায়ের হয়েছে। দ্রুত সময়ের ভিতরে আসামিদের গ্রেফতার করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সর্বশেষ খবর
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?