X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মহাসড়কে দাঁড়িয়ে থাকাই কাল হলো তাদের!

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৩৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:০১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা কেউ যাচ্ছিলেন বাড়িতে। আবার কেউ কর্মস্থলে। হঠাৎ করেই তাদের বহনকারী যাত্রীবাহী বাসটি বিকল হয়ে যায়। এ কারণে অনেকেই বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন। চলছিল বাসটি মেরামতের কাজ। অপেক্ষার প্রহর তখন প্রায় শেষ পর্যায়ে। ওই সময় চোখের পলকে একটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চলে যায়। দাঁড়িয়ে থাকা চার জন সঙ্গে সঙ্গে প্রাণ হারান। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরণী এলাকায়।

নিহতের মধ্যে পাঁচ জন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধল্লাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৪) ও একই গ্রামের পঙেজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩১)। টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস সড়কে বিকল হয়ে যায়। এ কারণে বাসটি মহাসড়রের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায়। বাসটিকেও ধাক্কা দেয় ওই ট্রাক। ঘটনাস্থলেই চার জন মারা যান। এ সময় ট্রাকের চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘ঢাকাগামী রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরণী এলাকায় বিকল হয়ে যায়। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এ সময় বাসের পেছনেও ধাক্কা লাগে। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা চার জন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়। বর্তমানে আহত আরও পাঁচ জন মুমূর্ষু অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত নিহত দুই জনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেশ ভৌমিক জানান, ‘এখন পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।'

আরও পড়ুন- দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি