ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ১২টা থেকে (১০ ডিসেম্বর) পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি সার্ভিস বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব এতটাই প্রবল যে খুব কাছের জিানিসও কিছুই দেখা যাচ্ছে না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ। তবে কুয়াশা কিছুটা কেটে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল ৯টার পর ফেরি চলাচল আবার শুরু হয়।
বিষয়টি নিশ্চিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের বাণিজ্যিক বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম হোসেন। তিনি জানান, বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় পাঁচ শতাধিকেরও বেশি যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ওই ব্যবস্থাপক ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে থেকে ঘন কুয়াশার প্রাদুর্ভাব শুরু হয়। রাত ১২টার পর কুয়াশা এতোটাই বেড়ে যায় যে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে এই রুটের দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়। কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসার পর ফেরি চলাচল আবার চালু করা হয় বলেও জানান তিনি।