X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ট্রাকসহ ডাকাতি হওয়া ২১ গরু উদ্ধার, গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৮:৩০আপডেট : ১২ জুলাই ২০২১, ১৮:৩০

গাইবান্ধা থেকে বগুড়ার গাবতলীতে ডাকাতি করে আনা প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২১টি গরুসহ দুই জনকে গ্রেফতার হয়েছে। রবিবার গভীর রাতে গাবতলী উপজেলার উনচুরখী এলাকায় ট্রাক থেকে নামানোর সময় টহল পুলিশ গরুগুলো জব্দ ও সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। চট্টগ্রামের ব্যাপারী আলমগীর হোসেন সোমবার দুপুরে ডাকাতদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেছেন।

বিকালে প্রেস ব্রিফিংয়ে গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ডাকাতরা গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালীতলা এলাকায় ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়ার পর ব্যাপারীকে হাত-পা বেঁধে মহাসড়কে ফেলে দেয়। এরপর প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২১টি কোরবানির গরু ডাকাতি করে এখানে এনেছিল।

গ্রেফতার ডাকাতরা হলো– বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের মৃত আবদুল গণির ছেলে আবদুল বারী যুবরাজ (৪০) এবং একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে ট্রাকচালক শাকিল আহমেদ (২১)।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, চট্টগ্রামের গরু ব্যবসায়ী (ব্যাপারী) আলমগীর হোসেন উত্তরাঞ্চলের বিভিন্ন হাট থেকে প্রায় ১৬ লাখ টাকায় ২১টি গরু কেনেন। এসব গরু চট্টগ্রামে নিয়ে কোরবানির হাটে বিক্রির কথা ছিল। ১১ জুলাই রাতে নীলফামারী থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৫-৭২০৭) গরু নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হন তিনি। পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে পৌঁছলে ১০-১২ জনের একদল ডাকাত ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড দেয়। তারা ট্রাক থামিয়ে হাত-পা বেঁধে মারপিট করে আলমগীরকে মহাসড়কে ফেলে দেয়। এরপর গরু বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়। রাত ২টার দিকে গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে ডাকাতি করা গরুগুলো নামানো হচ্ছিল। টহল পুলিশের সন্দেহ হলে তারা সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তখন ট্রাকে থাকা যুবরাজ ও শাকিলকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ